eaibanglai
Homeএই বাংলায়সারেঙ্গার খামানি গ্রামে দুর্গামূর্তি সহস্রভূজা

সারেঙ্গার খামানি গ্রামে দুর্গামূর্তি সহস্রভূজা

সৌমী মন্ডল, সারেঙ্গা, বাঁকুড়া:- মা দুর্গা দশভূজা হলেও এবার এখানে তার ব্যতিক্রম দ্যাখা যাচ্ছে। বাঁকুড়ার জঙ্গল মহলের সারেঙ্গা ব্লকের খামানি গ্রামে মা দুর্গা দশভূজা নন, এবার তিনি সহস্র হাতের অধিকারী। জগদানন্দ সন্ন্যাস আশ্রমে এবারের পূজোর থিম ১০০০ হাতের মা দুর্গা।

এই মূর্তির মধ্যে বিরাজ করছে অপূর্ব এক সৌন্দর্য। মায়ের এই রূপ দেখলেই মন ভরে যায়। সুন্দর এই মাতৃমূর্তিটি তৈরি করেছেন আশ্রমের অধ্যক্ষ মহেশ্বরানন্দ গিরি মহারাজ। সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আশ্রমিকরা। সময় লেগেছে প্রায় পাঁচ মাসাধিকাল। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তথা সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক বিশ্বনাথ মাহাতো বলেন- প্রায় পাঁচ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে মায়ের এই মূর্তিটি তৈরি করেছেন আশ্রমের মহারাজ ও তাঁর সঙ্গীরা। আমরা শুধু পাশে থেকে সহযোগিতা করেছি। খামানি ও প্রতিবেশী গ্রামবাসীদের আর্থিক সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই পুজো হয়ে আসছে। এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো প্রতি বছরেই এখানে পুজোর সময় মাতৃ মূর্তির আলাদা রূপ গড়ে তোলা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তিনি আরও বলেন, আমাদের আশা পুজোর চারদিনে আশ্রমে লক্ষাধিক দর্শনার্থী হাজির হবেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments