সৌমী মন্ডল, বাঁকুড়া:- বাঁকুড়ার সারেঙ্গা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও চিলতোড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের পরিচালনায় বাগজাতা কমিউনিটি হলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক শাখার সহযোগিতায় শিবির থেকে ৫৭ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এদের মধ্যে ৭ জন ছিলেন মহিলা। সংগৃহীত রক্ত সংশ্লিষ্ট ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য শিবিরে উপস্থিত ছিলেন তালডাংরা বিধানসভার বিধায়ক ফাল্গুনী সিংহ, বাঁকুড়া জেলা সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীব দে, রাইপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র, সারেঙ্গা ব্লকের বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ ঘোষ, জেলা পরিষদ সদস্যা সুপর্ণা মন্ডল, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মেরী সর্দার, সারেঙ্গা ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণেন্দু মাহাতো, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ ও মৎস্য কর্মাধ্যক্ষ অজিত দাস ধীবর, চিলতোড় অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি কল্যাণ মিশ্র ও বর্তমান সভাপতি সঞ্জীব মন্ডল, চিলতোড় অঞ্চল যুব সভাপতি মানস ঘোষ সহ বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সম্প্রতি এক পথ দুর্ঘটনায় মারা যান চিলতোড় অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী রিতম মহাপাত্র। শিবিরের শুরুতে তার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় ও তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।