সঙ্গীতা চ্যাটার্জী:- হোলি উপলক্ষে ভেষজ আবির তৈরী করে দার্জিলিং জেলার বিধান নগরের বাজারে বিক্রি করছে ভীমবার দৃষ্টিহীন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এই প্রসঙ্গে বিদ্যালয়ের শিক্ষক আশীষ দাস বলেন,“ রঙ তো সবাই খেলবে তাই ভেষজ আবির দিয়ে খেললে চোখের, চামড়ার, ক্ষতি হবেনা ও এলার্জি হবে না। তাই আমাদের স্কুলের ছাত্র ছাত্রীরা তৈরী করলো সবার জন্য।” বিধান নগরের সমাজকর্মী বাপন দাস এই ভেষজ আবির তৈরি প্রসঙ্গে বলেন,“আমরা চাই সবাই আনন্দ করুক কিন্তু নিজেকে বাঁচিয়ে, এই আবির কিনলে আমাদেরও ভালো আর দৃষ্টিহীন ছেলে মেয়েরাও ভালো ভাবে বাঁচবে”