eaibanglai
Homeএই বাংলায়তারকেশ্বরের উমাশশী কেশবচক প্রাথমিক স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন!

তারকেশ্বরের উমাশশী কেশবচক প্রাথমিক স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন!

সঙ্গীতা চৌধুরীঃ- এই বছর আমরা ৭৭ তম স্বাধীনতা দিবস পালন করছি। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট, এই দিনে ভারত পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল। এদেশের কত সোনার ছেলের রক্তের বিনিময়ে এসেছিল কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাই এই দিন ভোর থেকেই শুরু হয়ে যায় স্বাধীন ভারতের পতাকা উত্তোলনের অনুষ্ঠান কর্মসূচি। তারকেশ্বরের একটি প্রাইমারি স্কুল উমাশশী কেশবচক প্রাথমিক বিদ্যালয়ের স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন আমাদের প্রতিনিধি। স্কুলের কচিকাঁচাদের নিয়েই স্বাধীনতা দিবস পালনে মেতে ছিলেন উমাশশী কেশবচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী।

এইদিন সকাল ৮ টায় বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কেশবচক গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান মাননীয়া তপতী কুন্ডু মহাশয়া, এরপর বন্দেমাতরম ও ভারত মাতার জয়ধ্বনিতে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। তারপর বিভিন্ন বিপ্লবীদের ছবিতে মাল্যদান ও পুষ্প স্তবক দানের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলতে থাকে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মানস কুমার পোড়েল মহাশয় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আজকের দিনটির গুরুত্ব বর্ণনা করেন, এছাড়াও স্কুলের অন্যান্য শিক্ষকরা তথা উপস্থিত সদস্য বর্গরাও আজকের দিনটির তাৎপর্য বোঝাতে বেশ কিছু মূল্যবান বক্তব্য ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন। ছাত্র-ছাত্রীরা স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন নৃত্য, গান ও আবৃত্তি পাঠের মাধ্যমে অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যায়। সবশেষে সকলে মিলে জাতীয় সংগীত গেয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments