জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়া : উন্নয়নের রাজ্যে বেহাল সুসংহত শিশু বিকাশ প্রকল্প। কোথাও অঙ্গন বাড়ি চলছে দুর্গা মন্দিরে, কোথাও কারোর বাড়ির নিচে, আবার কোথাও বা খোলা আকাশের নিচে গাছ তলায় । অনুন্নয়নের হাল দেখতে প্রশাসনের কর্তাদের পরিদর্শন সার। নিতুরিয়া থানার বড়তোড়িয়া গ্রামে রয়েছে তিনটি অঙ্গন বাড়ি কেন্দ্র । একটি চলে নিজস্ব ভবনে, বাকি দুটির মধ্যে একটি চলে গ্রামের দুর্গা মন্দিরে । কেন্দ্রটিতে মোট ২৪ জন শিশু আছে। অঙ্গনওয়াড়ি কর্মী নিজের বাড়িতে রান্না করে নিয়ে এসে মন্দিরের সামনে গাছ তলাতে এসে বিতরণ করেন খাবার । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী যোগমায়া মন্ডল জানান , কেন্দ্রের নিজস্ব কোন ঘর নেই তাই বাধ্য হয়ে দুর্গামন্দিরে চালাতে হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র । জায়গার অভাবে বাড়িতে রান্না করতে হয় । আর সেই খাবার নিয়ে এসে শিশুদের বিতরণ করি । অপর একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকা সত্ত্বেও কেন্দ্রে আসেন না কর্মী নমিতা মাঝি। তিনি নিজের ঘরে বসেই চালান কেন্দ্র । অন্তত এমনটাই অভিযোগ গ্রামবাসীদের । গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রশাসনের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও কেউ কর্ণপাত করেন নি । কেন্দ্রের কর্মী নমিতা মাঝিকে এবিষয়ে জানতে ফোন করা হলে তিনি ফোন ধরেন নি । অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশার জন্য ক্ষুব্দ গ্রামের মানুষ । গ্রামবাসীরা পরিষ্কার ভাবে বলেন অঙ্গনওয়াড়ি বাড়ি কেন্দ্রে ভবনটি বন্ধ থাকার জন্য অসামাজিক কাজকর্মে লিপ্তদের আড্ডা হচ্ছে সেখানে ।প্রশাসনকে জানানো হলেও নেইনি ব্যবস্থা।