সংবাদদাতা, বাঁকুড়া:- বেশ কয়েকদিন ধরে বাঁকুড়ার বাসুদেবপুর জঙ্গলে ৩০ টি হাতির দল ডেরা দিয়েছে সঙ্গে ছটি হস্তিশাবক রয়েছে যার ফলে পঠন-পাঠন শিখায় উঠেছে এলাকায় থাকা স্কুলে বাঁকুড়ার বিষ্ণুপুর রেঞ্জের বাসুদেবপুর জঙ্গল এলাকায় মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলি গ্রাম এইসব গ্রামগুলিকে নিয়ে রয়েছে একটি তপশিলি জুনিয়র হাইস্কুল নাম পানশিউলি এই স্কুলের আশেপাশের গ্রাম থেকে প্রাইমারি শেষ করে পড়তে আসে প্রায় ৭৪ জন ছেলে-মেয়ে ফাইভ থেকে এইট পর্যন্ত স্কুল হাতির আতঙ্কে স্কুলের ছাত্র সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ২৪ জন সে কথা স্বীকার করলেন স্কুলের হেডমাস্টার স্বয়ং নিজেই স্কুলের মাস্টার মশাই এর বক্তব্য এই এলাকায় প্রায়ই হাতির তান্ডব থাকে বারবার বনদপ্তর কে জানিও তারা কিন্তু স্কুল যাতায়াতের জন্য যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু কোনোভাবেই সাহায্য করে না সেই কারণে হয়তো এই স্কুলের ছাত্র সংখ্যা এই হাতের আতঙ্কের কারণে কিন্তু কম রয়েছে অন্যদিকে যেসব এলাকাবাসীর রয়েছে তাদের বক্তব্য বাসুদেবপুর থেকে পানশিউলি আসার জন্য যে রাস্তা রয়েছে সেই রাস্তা একবারে ফাঁকা এবং তার পাশে হাফ কিলো মিটারের ভেতরে যে জঙ্গল রয়েছে সেখানে ৩০ হাতির দল তারা কিন্তু টেরা বেড়েছে যে কোন সময় বর্ষার কিন্তু বিপদ হতে পারে সেই কারণে এই রাস্তা দিয়ে যাতায়াত করা এই সময়ে দূর বিষয় হয়ে দাঁড়িয়েছে বনদপ্তর এর কোন পাহারাও ও নেই এই রাস্তার উপরে অন্যদিকে ফরেস্ট আধিকারিকদের বক্তব্য আমাদের এই বিষয়ে কিছু জানানো হয়নি জানানো হলে নিশ্চয়ই আমরা এর বিষয় সচেষ্ট ব্যবস্থা করতাম এবং তাদের বক্তব্য অনুযায়ী হাতে পাহারা দেয়ার জন্য তাদের রাতদিন পাহারা দিতে হয় কর্মীদের ও তাদের কর্মীর সংখ্যাও নিতান্তই কম।