সংবাদদাতা, অন্ডালঃ- খনিতে বিস্ফোরণের জেরে আহত এক স্কুল পড়ুয়া। ঘটনা অন্ডালের হরিশপুরের। বুধবার দুপুর দুটো নাগাদ অন্ডালে র হরিশপুরের একটা প্রাথমিক বিদ্যালয়ের এক চতুর্থ শ্রেণীর ছাত্রের মাথায় খনিতে বিস্ফোরণের ফলে উড়ে আসা পাথর লাগলে আহত হয় ছাত্রটি। সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষক থেকে বাকি ছাত্র ছাত্রীরা।
ঘটনার সঙ্গে সঙ্গে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের নিয়ে বাড়ি চলে যান। ফলে অলিখিত ছুটি হয়ে যায় স্কুল। স্থানীয় পঞ্চায়েত সদস্য তাপস গোপ জানান, বার বার ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েই কোনো ভ্রুক্ষেপ নেই। খনিতে বিস্ফোরণের ফলে হামেশাই গ্রামের মধ্যে উড়ে এসে পাথর ও কয়লার টুকরো। তাপস বাবু ও স্থানীয় বাসিন্দা খোকন পাল অভিযোগ করেন ইসিল কর্তৃপক্ষ গ্রামের পুনর্বাসন দিক তার পর খনির সম্প্রসার করুক। যদিও এব্যাপারে ইসিএল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আজকের ঘটনার জেরে স্কুল তথা গোটা গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে।