সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়ে দুই কিশোর উদ্ধার হল প্রায় ২২ ঘণ্টা পরে। ঘটনা আসানসোল রেল শহর চিত্তরঞ্জনের। চিত্তরঞ্জন বিআরএস স্কুলের অষ্টম শ্রেণীর পড়ুয়া ওই দুই কিশোর ২০ নভেম্বর বিকেল থেকে নিখোঁজ হয়ে যায়। পুলিশ ও পরিবারের লোকজন একাধিক জায়গায় খোঁজ খবর করেও তাদের হদিশ পায়নি। অবশেষে গতকাল ২১ তারিখ দুপুরে চিত্তরঞ্জন রেল শহরের ফতেপুর এলাকা থেকে তাদের উদ্ধার করে পুলিশ।
জানা গেছে ওই দুই কিশোরের একজনের বাড়ি রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি এলাকার অরবিন্দ নগরে। অন্যজনের বাড়ি চিত্তরঞ্জনে। এক কিশোরের বাবা ব্যবসায়ী সুব্রত বাবু জানান, তার ছেলে খেলাধুলা বিশেষ করে ক্যারাটেতে যথেষ্ট দক্ষ। বাড়িতে সকলের সাথেই তার সুসম্পর্ক রয়েছে কোন অশান্তি নেই। যদিও এর আগেও একবার বাড়ি থেকে চলে গিয়েছিল সে, তবে সেবার সঙ্গে করে মোবাইল নিয়ে যাওয়ায় সেই সূত্র ধরেই তার হদিশ মেলে।
অন্যদিকে অপর কিশোরের বাবা রলকর্মী বাবলু পাল জানান, তার ছেলের খাওয়া -দাওয়া নিয়ে সমস্যা রয়েছে, তাই নিয়ে মায়ের সঙ্গে মাঝে মধ্যে ঝামেলা হতো। তা ছাড়া আর কোন সমস্যা নেই।
দুই কিশোরের পরিবার সূত্রে জানা যায় গত ২০ তারিখ স্কুল থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় তারা। দুই পরিবারের তরফেই থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ ও পরিবারের লোকজন রেল স্টেশন, বাস স্টপ সহ বিভিন্ন এলাকায় খুঁজেও দুই কিশোরের হদিশ পায়নি। অবশেষে ২১ তারিখ দুপুরে সুব্রতবাবুর পরিচিত এক ব্যক্তি চিত্তরঞ্জনের ফতেপুর এলাকায় দুই কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে তাকে খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশকে জানান সুব্রতবাবু এবং পুলিশ দ্রুততার সঙ্গে ওই এলাকায় পৌঁছয় ও দুই কিশোরকে উদ্ধার করে ।
অবশেষে বাড়ির ছেলের খোঁজ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন দুই কিশোরের পরিবারের লোকজন। তবে তবে কী কারণের জন্য ওই দুই কিশোর বাড়ি থেকে পালিয়েছিল জানা যায়নি। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করছেন পুলিশ ও পরিবারের লোকজন।

















