শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়াঃ ইন্টারন্যাশানাল এয়ার এণ্ড স্পেস প্রোগ্রামে যোগ দিতে চলেছে ছাতনার কমলপুর গ্রামের বাসিন্দা অয়ন দেঘরিয়া। আমেরিকার আলবামা ইউনিভার্সিটি-র ইউনাইটেড স্পেস রকেট সেন্টারে এই পোগ্রামে যোগ দেবে সে।
বাঁকুড়ার এমডিবি ডিএবি পাবলিক স্কুলের ছাত্র অয়ন ক্লাস ফাইভে পড়ার সময় মারা যান বিশ্ববরেণ্য বিজ্ঞানী স্টিফেন হকিংস। তাঁর মারা যাওয়ার দুই তিন মাস আগেই অয়ন জানতে পারেন হকিংস এবং মহাকাশের বিশালতা নিয়ে তাঁর কাজ নিয়ে। ধীরে ধীরে ছোট্ট অয়ন খুঁজে পায় তার জীবনের লক্ষ্য। তখন থেকে শুরু মহাকাশ নিয়ে চিন্তাভাবনা।
কিন্তু এতো সবের পরেও চিন্তার শেষ নেই কমলপুরের দেঘরিয়া পরিবারে। ওই কর্মসূচীতে অংশ নিতে পাড়ি দিতে হবে আমেরিকা। হাতে আর মাত্র ক’টা মাস। অয়নের বাবা একটি বেসরকারী সংস্থার কর্মী। যাতায়াত সহ আনুসঙ্গিক খরচ তাঁর পক্ষে জোটানো অসম্ভব। এই অবস্থায় কেউ বা কারা আর্থিক সহযোগীতা নিয়ে পাশে দাঁড়ালে অয়নের স্বপ্ন পূরণ সম্ভব হয় বলেই তারা জানিয়েছেন।