মনোজ সিংহ, দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত কারখানাতে দুর্ঘটনা যেন রোজ নামচা হয়ে উঠেছে। গত কয়েক বছরে একের পর এক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বহু শ্রমিকের। ইস্পাত কারখানার বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কতৃপক্ষের সেফটি ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন বহুবার। কিন্তু দুর্ঘটনা থামানো যায়নি এখনো অবধি। আজ আবার সেই দুর্ঘটনার পুনরাবৃত্তি হলো ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্ট ফার্নিস কনভার্টার ব্লাস্ট হয়ে।
সূত্র মারফত জানা গেছে আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতরে ব্লাস্ট ফার্নিস কনভার্টারে ব্লাস্টে গুরুতর আহত হয়েছে পাঁচজন শ্রমিক। দুইজন ট্রেনি, দুইজন ঠিকা শ্রমিক ও একজন স্থায়ী শ্রমিক বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এছাড়াও আরো বেশ কয়েকজন দুর্ঘটনায় আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে । গুরুতর আহত শ্রমিকদের ইতিমধ্যেই দূর্গাপুর মেন হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু আহত শ্রমিকদের শারীরিক অবস্থা অবনতি হওয়ার ফলে তাদেরকে দ্রুততার সাথে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিক সংগঠনের এক নেতা বলেন, “কেন্দ্রীয় সরকারের নতুন যোজনা স্কিল ডেভেলপমেন্টের নামে বহু অধিকারহীন ও যোগ্য প্রশিক্ষণ না থাকা শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ দেওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে।” তিনি আরো অভিযোগ করেন, “এই সব শ্রমিকদের কারও কোন দুর্ঘটনায় মৃত্যু হলে তাদের পরিবারের কেউ এখানে কমপ্লেনেশন গ্রাউন্ডে চাকরি পাই না এটাই আইন। তাই সহজেই ওইসব শ্রমিকদের দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করানো হয় ইস্পাত কারখানার ভেতরেই বলে এই দুর্ঘটনা হচ্ছে বারংবার।” শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত আহত শ্রমিকদের অবস্থা আশঙ্কাজনক। দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।