eaibanglai
Homeএই বাংলায়শনি গ্রহের সাড়েসাতির দোষ কাটাতে কিছু ঘরোয়া প্রতিকার

শনি গ্রহের সাড়েসাতির দোষ কাটাতে কিছু ঘরোয়া প্রতিকার

সঙ্গীতা চৌধুরীঃ- শনি গ্রহের সাড়েসাতি ৭.৫ বছর ধরে চলে, এই সময়ে জীবনে নানান রকম বাধা সৃষ্টি হয়। এই গ্রহ দোষ কাটাতে কতগুলো ঘরোয়া প্রতিকার করতে পারেন।

ক। প্রতি শনিবার শনি দেবের পুজো করুন ও তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান।

খ। শনিবার শুদ্ধ বস্ত্র পড়ে ও শুদ্ধ মনে শনিদেবের চালিশা পাঠ করুন।

গ। একই সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন।

ঘ। হনুমান দেবের মন্দিরে মঙ্গলবার মঙ্গলবার করে যান ও লাড্ডু চড়িয়ে আসুন।

ঙ। বাড়ির প্রবীণ মানুষদের অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করুন।

চ।‌ যথাসম্ভব গরীব ও দীন দুঃখী মানুষকে দান করার চেষ্টা করুন।

ছ। রোজ কাক, কুকুর, গরুকে কিছু না কিছু খাওয়ান।

জ। কাউকে হিংসা করবেন না। প্রত্যেকেই নিজের কর্ম অনুসারে ফল পায়।

ঝ। প্রতি শনিবার আপনি মা কালীর জন্য নিরামিষ খেতে পারেন।

ঞ। ভগবান শ্রীকৃষ্ণ অথবা মা কালীর আরাধনা করুন। এতে গ্রহের প্রকোপ কমে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments