নিজস্ব সংবাদদাতা,শান্তিনিকেতনঃ- নোবেল আর্ট ডকুমেন্টেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ‘মিউজিক ফর হারমনি’ শীর্ষক মনোজ্ঞ সংগীতানুষ্ঠান আয়োজিত হয়েছিল ১৭ই নভেম্বর সন্ধ্যায়, শান্তিনিকেতনের ‘সৃজনী’ শিল্পগ্রামের মঞ্চে। অনুষ্ঠানে বাঁশিতে শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন পন্ডিত চেতন যোগী। তাঁর সঙ্গে তবলা সহযোগিতায় ছিলেন পন্ডিত দুর্জয় ভৌমিক। এরপরে বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী ও স্বনামধন্য সাহিত্যিক সমরেশ বসুর কন্যা বুলবুল বসুকে বিশেষভাবে সম্মানিত করা হয়।
রবীন্দ্রসংগীত শিল্পী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুস্মি সরেন এর গাওয়া রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানকে অন্য মাত্রায় পৌঁছে দিতে সক্ষম হয়। সবশেষে শ্রীমতি এষা বন্দ্যোপাধ্যায় পরিবেশন করেন শাস্ত্রীয় কণ্ঠসংগীত। তাঁর সঙ্গে তবলা ও হারমোনিয়াম সহযোগিতায় ছিলেন যথাক্রমে পন্ডিত পরিমল চক্রবর্তী ও ড: কমলাক্ষ মুখোপাধ্যায়। অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন ডঃ পার্থ বসু।