এই বাংলায় ওয়েব ডেস্কঃ– সমুদ্রে সাঁতার কাটছিলেন বছর ২৩০এর রাশিয়ান যুবক। সকলের চোখের সামনে যুবককে গিলে খেল হাঙ্গর। ঘটনা মিশরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হুরঘাদার। আর ওই ভয়ঙ্কর মুহুর্ত ক্যামেরা বন্দি করেন অনেকেই। সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। যেখানে ধরা পড়েছে কীভাবে জলজ্যান্ত এক যুবককে গিলে গেল হাঙ্গর।
জানা গিয়েছে মৃত ওই যুবক ভ্লাদিমির পোপভ রাশিয়ার নাগরিক হলেও তিনি মিশরের স্থায়ী বাসিন্দা ছিলেন। গত বৃহস্পতিবার জনপ্রিয় পর্যটন কেন্দ্র হুরঘাদার সমুদ্রে সাঁতার কাটছিলেন তিনি। সেই সময় সমুদ্র সৈকতে উপস্থিত ছিলেন যুবকের বাবা ও বান্ধবীও। সমুদ্র সৈকতও ছিল পর্যটকে ভরা। হঠাৎই সবার চোখের সামনে বিশালাকার টাইগার শার্ক প্রজাতির একটি হাঙ্গর আক্রমণ করে ওই যুবককে। ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যায় হাঙ্গরটি আক্রমণ করতেই সাহায্য চেয়ে নিজের বাবাকে ডাকতে শুরু করেন ওই যুবক এবং হাঙ্গরের গ্রাস থেকে বাঁচতে আপ্রাণ চেষ্টা করেন। ওই জায়গার জলটি মুহুর্তে লাল হয়ে যায়। অন্যদিকে যুবকে বাঁচাতে নৌকায় করে একজনকে এগিয়ে যেতেও দেখা যায়, কিন্তু ততক্ষণে সব শেষ। কয়েক মুহূর্তের মধ্যে বিশালার হাঙ্গরটি গিলে খায় যুবককে।
ঘটনার পরই ঘাতক ওই হাঙ্গরটিকে ধরে মেরে ফেলে স্থানীয় প্রশাসন। পরীক্ষাগারে নিয়ে গিয়ে হাঙ্গরটিকে পরীক্ষা করা হবে বলেও জানা গিয়েছে।