সংবাদদাতা,আসানসোলঃ– প্রতি বছরের মতো এবছরও শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্যের গুণী শিক্ষকদের ‘শিক্ষারত্ন সম্মান’ জানাল রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ বার শিক্ষারত্ন সম্মান জানানো হয় মোট ৫২ জন শিক্ষককে। এর মধ্যে রয়েছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন অধ্যাপক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়ের ২৫ জন ও প্রাথমিক বিদ্যালয়গুলির ১৫ জন শিক্ষক। সঙ্গে রাজ্যের ১৩টি বিদ্যালয়কে দেওয়া হয় সেরা বিদ্যালয় পুরস্কার। তবে এবার মাত্র পাঁচ জন শিক্ষককে সরাসরি শিক্ষারত্ন পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। বাকিদের পুরস্কৃত করা হয় জেলায় জেলায় আয়োজিত শিক্ষক দিবসের বিশেষ অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিব ৷
পশ্চিম বর্ধমান জেলার শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এডিডিএ’র কনফারেন্স হলে। যেখানে পশ্চিম বর্ধমান জেলার দুই শিক্ষক শিক্ষিকাকে শিক্ষারত্ন সম্মানে ভূষিত করা হয়। এঁরা হলেন কুলটি ব্লকের গোপা মণ্ডল ও কাঁকসা ব্লকের সুকুমার রুইদাস। এছাড়া জেলার সেরা বিদ্যালয়ের পুরস্কার প্রদান করা হয় আসানসোল রামকৃষ্ণ মিশন হাই স্কুলকে। এর পাশাপাশি এদিনের অনুষ্ঠান থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করা হয় ও ট্যাব, মোবাইল ফোনের অনুদানও প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক এস অরুনপ্রসাদ, এডিডিএ’র এর চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় সহ বিশিষ্টজন ও সরকারি আধিকারিকরা।