eaibanglai
Homeএই বাংলায়শিবরাত্রির নিয়ম ব্রত পালনে অসমর্থরা কী করবেন?

শিবরাত্রির নিয়ম ব্রত পালনে অসমর্থরা কী করবেন?

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- আজ ১৮ ই ফেব্রুয়ারি হলো মহা শিবরাত্রি। মহা শিবরাত্রি পালনের কতগুলি বিধি নিয়ম আছে চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী?

১। শিব চতুর্দশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে হয় ও স্নান করবার পর শুদ্ধ বস্ত্র পরে শিবরাত্রির সংকল্প গ্রহণ করতে হয়। সংকল্পটি হল এই যে চতুর্দশীর দিন সারাদিন আপনি শুদ্ধ শরীরও মনে থাকবেন। শিব চতুর্দশীর দিন এই সংকল্প গ্রহণ না করলে শিবরাত্রি কোন ফল ফলে না বলেই কথিত আছে।

২। মহা শিবরাত্রির দিন পালন মূলত দু ভাবে হয়। অনেকেই আছেন যারা শারীরিকভাবে অসমর্থ, তাঁরা দুপুরের মধ্যে দেবাদিদেব মহাদেবের পুজো সেরে নেন‌। কিন্তু অনেকে আবার সারাদিন নির্জলা থেকে চার প্রহর ধরে শিবরাত্রির পুজো করেন। যারা শিবরাত্রির দিন রাত্রে বেলাতেও চার প্রহর ধরে শিবলিঙ্গ প্রস্তুত করে শিব পুজো করেন তারা সন্ধ্যেবেলাতেও একবার স্নান করে নেন।

৩। শিবরাত্রির দিন চার প্রহরে চারবার শিবকে স্নান করাতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি দিয়ে, চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয়।

৪। শিবরাত্রির দিন দেবাদিদেব মহাদেবের অষ্টোত্তর শতনাম পাঠ করতে হয়।

৫। শিবরাত্রির পরদিন কোন ব্রাহ্মণের থেকে ব্রত কথা শুনে তাকে দক্ষিণা দিয়ে তারপর উপোস ভঙ্গ করতে হয়। এক্ষেত্রে মনে রাখবেন চতুর্দশী তিথি থাকতে থাকতেই উপবাস ভঙ্গ করতে হয়।

৬। শিব রাত্রির সারাদিন মনে মনে শিবের পঞ্চাক্ষর বীজ মন্ত্র ‘নমঃ শিবায়ঃ’ জপ করুন। কোনো কারণে কারোর যদি শিব রাত্রি পালনে বাধা পড়ে তাহলেও এই পঞ্চাক্ষর বীজ মন্ত্র মনে মনে জপ করুন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments