eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুজো সপ্তমী থেকে নবমী তিনদিনে করার তাৎপর্য কী?

দুর্গাপুজো সপ্তমী থেকে নবমী তিনদিনে করার তাৎপর্য কী?

সঙ্গীতা চৌধুরীঃ- পঞ্চমী এলেই প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা শুরু হয়ে যায়, পুজো পুজো রব চারিদিকে, পাড়ায় পাড়ায় মাইকের গান, দেখতে দেখতেই কেটে যায় পুজোর পাঁচটা দিন। এর মধ্যেই দশমী আসে আর মনখারাপের মাঝে মাকে বিদায় জানাতে হয়। কিন্তু আসলেই দুর্গাপূজা পঞ্চমী থেকে বা ষষ্ঠী থেকে শুরু হলেও আসল পুজো কিন্তু সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন‌ই হয়। দুর্গা পুজো সপ্তমী থেকে নবমী এই তিনদিন কেন করা হয়? এমনটা করার তাৎপর্য কী? এই তিনদিন কি তবে বিশেষ শক্তিশালী? এই প্রশ্ন আমাদের অনেকেরই মনে ঘুরপাক করে। ঠিক এই প্রশ্নটাই একদিন এক ভক্ত স্বামী সোমেশ্বরানন্দ মহারাজকে করেছিলেন, সপ্তমী থেকে নবমী এই তিন দিন কেন পুজো হয়? এই দিন দিন কি কোন বিশেষ শক্তিশালী?

তার উত্তরে মহারাজ যে উত্তর দিয়েছিলেন সেই উত্তর শুনলে আপনারা বুঝতে পারবেন কেন সপ্তমী,অষ্টমী, নবমীর এত বেশি গুরুত্বপূর্ণ এবং সপ্তমী অষ্টমী নবমীর মধ্যেও কেন অষ্টমী অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ? সেই ভক্তকে মহারাজ বলেছিলেন, “দেবীপক্ষ হলো প্রতিপদ থেকে পূর্ণিমা। এই ১৫ দিনের ঠিক মাঝামাঝি রয়েছে পুজোর দিন তিনটি। প্রতিপদ (১) থেকে ষষ্ঠী (৬) = ৬ দিন। আর দশমী (১০) থেকে পূর্ণিমা (১৫) = ৬ দিন। আর ঠিক মাঝে রয়েছে সপ্তমী, অষ্টমী, নবমী। আবার এই তিনের মধ্যবর্তী হলো অষ্টমী। তাই অষ্টমী এতো গুরুত্বপূর্ণ। এই অষ্টমীর আগে ৭দিন, পরে ৭দিন।  এজন্যই বলা হয় মহাষ্টমী। সকালে কুমারী পুজো, আর সন্ধ্যায় মহিষাসুর বধ। আর এই বধ হয় সন্ধিক্ষণে, অষ্টমী আর নবমীর মাঝের ক্ষণ অর্থাৎ সময়ে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments