eaibanglai
Homeএই বাংলায়আজ রাধাষ্টমীর এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেও অশেষ পূণ্যফল!

আজ রাধাষ্টমীর এই ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেও অশেষ পূণ্যফল!

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- আজ ৪ ঠা সেপ্টেম্বর রাধাষ্টমী। এই ব্রত যে পালন করে সে দুপুর বারোটা অবধি উপোস থাকে এবং দুপুর ১২ টার পর নিরামিষভোজন করতে পারে। এইভাবেই রাধাষ্টমী ব্রত পালন হয়, এবার চলুন জেনে নেই রাধাষ্টমী ব্রত পালনের মাহাত্ম্য কী?

১। একবার যদি কেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কোটি ব্রহ্ম হত্যার পাপ চলে যায়।

২। কেউ একবার রাধাষ্টমী ব্রত পালন করলে তার সহস্র একাদশী পালনের এক শো গুণ ফল লাভ হয়।

৩। পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয়, তার একশো গুণ ফল লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালনে।

৪। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে সহস্র কন্যাদানের ফল লাভ হয়।

৫। একবার রাধাষ্টমী ব্রত পালনে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ হয়।

৬। যদি কোন পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলাতেও রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি কুল সহ বিষ্ণুলোকে নিত্যকাল বিরাজ করে।

৭। একবার রাধাষ্টমী ব্রত পালন করলে গোহত্যা ব্রহ্মহত্যা সহ সকল পাপ বিনষ্ট হয়।

৮। যদি কোন মূঢ় ব্যক্তি জেনে বা না জেনে রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে শতকোটি কল্পেও সে নরক যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাবে না।

৯। রাধাষ্টমী ব্রত পালন করে না, সে কোটিকল্পে নরকবাস করে থাকে আর পৃথিবীতে কোন ভাবে জন্মগ্রহণ করলেও তাকে বিধবা হতে হয়।

১০। কেউ একবার যদি রাধাষ্টমী ব্রত মাহাত্ম্য শ্রবণ করে, তাহলে সে নিত্যকাল বৈকুণ্ঠলোকে বাস করার সৌভাগ্য অর্জন করতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments