সঙ্গীতা চৌধুরীঃ- মানুষ যত আধুনিক হচ্ছেন ততদিনই সনাতন ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু সব প্রশ্নের উত্তর সব সময় আমাদের হাতে থাকে না আবার কিছু কিছু প্রশ্নের উত্তর আমাদের সনাতন ধর্ম প্রাচীন কাল থেকে দিয়ে এসেছে। এরকমই ধর্মের একটি আচার মুলক একটি প্রশ্ন একবার একজন করেছিলেন। একবার একজন প্রশ্ন করেছিলেন, “ আমার ছেলের উপনয়ন হবে। পৈতে কেন হয়? আজ এর দরকার আছে কী?” স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ এর উত্তরে বলেন, “ পৈতে বা উপবীতে তিনটি সূতো থাকে। মানুষকে তার তিন ঋণের কথা মনে করিয়ে দেবার জন্য। পিতৃঋণ মা-বাবার প্রতি তার ঋণ বা দায়িত্ব। ঋষিঋণ গুরু ও শিক্ষকের প্রতি দায়িত্ব। দেবঋণ পৃথিবী, পরিবেশ, ও অন্যান্য জীবের প্রতি তার কর্তব্য।”
এই প্রসঙ্গেই মহারাজ আরও বলেন যে,“ কিশোর বয়সেই (৮ থেকে ১২, কোনো ক্ষেত্রে ১৭) তাকে বলা হয় জীবনে তার দায়িত্ব বা কর্তব্যের কথা, উপনয়নের সময়। তার গড়ে ওঠা ও জীবন যাপনের জন্য সে কাদের উপর নির্ভরশীল। কাদের সাহায্য তাকে নিতে হবে। পৈতে ঝোলানো থাকে বাঁ কাঁধে। অর্থাৎ তার কাঁধে যে দায়িত্ব তারই প্রতীক। কাঁধ থেকে হৃদয়ের উপর দিয়ে যায় এই পৈতে। হৃদয় অর্থাৎ সবসময় মনে রাখা এ কথা। ডান কোমর পর্যন্ত যায় পৈতে। ডান বা দক্ষিণ হাত দিয়ে করতে হবে ঋণ পরিশোধের কাজ, কারণ এ পবিত্র কর্তব্য। আজ এর দরকার আছে কিনা সেটা আপনি চিন্তা করুন। আপনাদের দরকার থাকলে করুন, না থাকলে করবেন না।”





