eaibanglai
Homeএই বাংলায়জগন্নাথের স্নানযাত্রা দর্শনের মাহাত্ম্য কী জানেন?

জগন্নাথের স্নানযাত্রা দর্শনের মাহাত্ম্য কী জানেন?

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- আজকের দিনে ভগবানের স্নানযাত্রা দর্শন করলে তার মাহাত্ম্য কী? স্কন্দ পুরাণে বলা হয়ে যে, জেষ্ঠ্য‌ পূর্ণিমায় শ্রী হরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে যে কোনো ব্যক্তি অনায়াসেই মুক্তি লাভ করতে পারে। এমন কি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নান যাত্রা মহোৎসব দর্শন করেন, তাঁর সংসার বন্ধন থেকে মুক্তি লাভ সুনিশ্চিত হয়ে যায়। তাকে আর শোক করতে হয় না।

জৈমিনি ঋষি স্নান যাত্রার মাহাত্ম্য হিসেবে বলেছেন, ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থ সমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হওয়া যায় এবং এতে কোনো সংশয় নেই।

জৈমিনি ঋষি আরো বলেন যে, কেউ যদি আন্তরিকতার সাথে স্নান কালে ভগবানকে নিরীক্ষণ করে, তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না। উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে। পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments