সংবাদদাতা,বাঁকুড়াঃ– পবিত্র শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল অর্পন করার জন্য বছরভর অপেক্ষা করে থাকেন শিবভক্তরা। পুরো মাস জুড়ে দেশের বিভিন্ন শিবতীর্থে ভক্তরা ছুটে যান এই জল অর্পণের উদ্দেশ্য। বাঁকুড়ার ইন্দারাগোড়া বোল বোম কমিটির সদস্যরাও প্রতি বছর এই শ্রাবণমাসে ছুটে যান বাবাক্ষেত্রে। ২০০১ সাল থেকেই এই যাত্র করছে এই কমিটি। ইতিমধ্যে কেদারনাথ,ভুনেশ্বর,সিকিম সহ নেপাল ভুটানেও বাবার মাথায় জল দিতে ছুটে গেছেন তাঁরা। তবে এই যাত্রার অভিনবত্ব হচ্ছে সদ্যরা এই সুদূর পথ অতিক্রম করেন বাই সাইকেলে। এবার ২৪তম বর্ষে তাঁদের গন্তব্য হায়দ্রাবেদার শ্রী মল্লিকার্জুন মন্দির। বুধবার শুশুনিয়া পাহাড়ের পবিত্র ধারার জল নিয়ে ১২ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী মল্লিকার্জুন মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করলেন কমিটির সদস্যরা। ৪০ জনের দলে ২৪ জন সাইকেলে যাত্রা করছেন। দলের অন্যতম সদস্য বিশ্বজিৎ কর্মকার জানালেন, প্রায় ১৪৭৫ কিলোমিটার পথ পাড়ি দিতে তাদের অন্তত ১৩ দিন সময় লাগবে। প্রতিদিন গড়ে ১২০ কিলোমিটার পথ অতিক্রম করবেন তাঁরা। তবে এই যাত্রা শুধু মাত্র ভক্তিমূলক নয়। যাত্রাপথে পরিবেশ রক্ষা, দূষণ রোধ, জল সংরক্ষণ, প্লাস্টিক বর্জন ও গাছ লাগানোর বার্তা দেবেন তাঁরা। মূলত পরিবেশ রক্ষার কথা চিন্তা করেই সাইকেলে ভ্রমণের বার্তা দিতেই প্রতি বছর এই উদ্যোগ নেন বলে জানান কমিটির সদস্যরা। এছাড়াও বাবার কাছে বিশ্ব শান্তি ও পরিবেশ রক্ষার প্রার্থনাও থাকে প্রতিবছর।
এবছর ২৪ জন সাইকেল যাত্রীর দলে ৭২ বছরের বৃদ্ধ যেমন রয়েছেন তেমনিই রয়েছে সপ্তম শ্রেণি ছাত্রও। দলের সর্বকনিষ্ঠ সদস্য তম্নয় দাস অবশ্য জানাল এই প্রথম নয় এই দলের সঙ্গে এর আগে কেদারনাথে গেছে সে। বাবার কৃপায় সাইকেলে এই সুদূর পথ অতিক্রম করতে কোনোরকম কষ্ট হয় না তার।