সংবাদদাতা, দুর্গাপুর:- অজয় নদ থেকে বালি তুলে পাচারের সময় হাতেনাতে ধরা পরল ছয় দুষ্কৃতি। পাণ্ডবেশ্বরের অজয় নদ থেকে অবৈধভাবে বালি তুলে পাচার হতো রাজ্যের বিভিন্ন প্রান্তে। মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম সহ বিভিন্ন এলাকায় পাচার হতো অজয়ের বালি। বুধবার রাতে ট্রাকে করে অজয়ের বালি পাচারের সময় পাণ্ডবেশ্বর থানার পুলিশের হাতে গ্রেফতার ছয়। পুলিশি হেফাজত চেয়ে বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে উত্তর 24পরগনার হারোয়ার বাসিন্দা রিজাউল মোল্লা ও হাসান আলী মোল্লা এবং পূর্ব বর্ধমানের গলসির শুভ রুইদাস ও মুর্শিদাবাদের খর গ্রামের মহেন্দ্রনাথ দাস এই চারজনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় মহকুমা আদালতের বিচারক। পুলিশ সূত্রে খবর মহেন্দ্রনাথ দাস ভুয়ো চালান তৈরি করে এই কারবারের নেতৃত্ব দিত। বাকি দুজনের চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক। ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে বালি পাচারের জাল কতদূর ছড়িয়েছিল তা খতিয়ে দেখেই তদন্তের গতি আনতে চাইছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ।