eaibanglai
Homeএই বাংলায়সাপুড়ের কাছ থেকে বিশালাকার পাইথন উদ্ধার

সাপুড়ের কাছ থেকে বিশালাকার পাইথন উদ্ধার

সংবাদদাতা,আসানসোলঃ– গোপান সূত্রে খবর পেয়ে সাপুড়ের কাছ থেকে বিশালাকার এক পাইথন বা অজগর সাপ উদ্ধার করলেন বনদপ্তরের কর্মীরা। ঘটনা আসানসোলের কুমারপুর তিলাবাদ এলাকার। উদ্ধার হওয়া সাপটিকে প্রথমে পর্যবেক্ষনে রেখে পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।

ঘটনা সূত্রে জানা যায় রবিবার সকালে আসানসোলের কুমারপুর তিলাবাদ এলাকায় সাপের খেলা দেখাচ্ছিলেন বৃদ্ধ সাপুড়ে অশোক দাস। তিনি ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা বলে জানা গেছে। বৃদ্ধ সাপুড়ে খেলা দেখানোর সময়ই হানা দেয় বনদপ্তরের কর্মীরা এবং বৃদ্ধের কাছ থেকে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। অন্যদিকে বৃদ্ধ জানান বংশ পরম্পরায় তারা সাপের খেলা দেখান এবং এই সাপের খেলা দেখিয়েই জীবিকা নির্বাহ করেন। বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সাপের খেলা দেখিয়ে দিনে ৬০-৭০ টাকা রোজগার হয়। সঙ্গে কেউ কেউ চাল আনাজপাতিও দেন। পাশাপাশি বৃদ্ধ অশোক দাস জানান তার চারটি কন্যা সন্তান রয়েছে। কারোরই বিয়ে হয়নি। বনকর্মীরা তার সাপটি কেড়ে নেওয়ায় তিনি অসহায় পড়েছেন বলে দাবি করেন।

অন্যদিকে বনকর্মীরা জানান এভাবে বন্যপ্রাণীকে নিজের কাছে আটকে রাখা ও তাকে নিয়ে খেলা দেখানো বন্যপ্রাণী আইন অনুযায়ী অপরাধ। বিষয়টি নিয়ে সাধারণের মধ্যে সচেতনার অভাব রয়েছে বলেই এই ধরণের ঘটনা ঘটছে বলে মনে করেন তারা। বিষয়টি নিয়ে সাধারণ মানুষকে সচেতন হওয়ায় আবেদন জানান তারা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments