সংবাদদাতা,বাঁকুড়াঃ- ২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের উন্নয়নের জন্য একাধিক জনমুখী প্রকল্পের শুভ সূচনা করেন। যে প্রকল্পগুলি বিশ্বের দরবারে প্রশংসাও কুড়িয়েছে। সেরকমই একটি প্রকল্প দুয়ারে সরকার শিবির। সম্প্রতি ষষ্ঠ দফায় রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি।
গোটা রাজ্যের পাশাপাশি সোনামুখী ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে। সোমবার রাধামোহনপুর পঞ্চায়েতের বিভিন্ন সংসদে অনুষ্ঠিত হল দুয়ারে এই ক্যাম্প । এক ছাদের তলায় সরকারি সমস্ত ধরনের সুযোগ সুবিধা পেয়ে খুশি সাধারণ মানুষ । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ।
রাধামোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ ঘোষ এদিন বলেন, দুয়ারে সরকার শিবিরে এসে প্রতিটা সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন । অনেকেই আছেন যারা সব সময় ব্লকে যেতে পারেন না। তারা দুয়ারে সরকার ক্যাম্পে এসে নিজেদের সমস্যার সমাধান করতে পারছেন ।