সংবাদদাতা,বাঁকুড়া:- বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের ডিহিপাড়া পঞ্চায়েত অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার দুপুরে ডিহিপাড়া পঞ্চায়েত অফিসে আগুন লাগার ঘটনা নজরে আসে । মুহূর্তের মধ্যে আগুন ভয়ানক আকার ধারণ করে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান সোনামুখী থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্য , সোনামুখী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবলীনা সর্দার , সোনামুখী ব্লক সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায়রা ।
ডিহিপাড়া পঞ্চায়েত অফিসের এক কর্মচারী গৌতম কর্মকার জানান , বিল্ডিংয়ের দোতালায় পঞ্চায়েত অফিসের কার্যালয় এবং নিচে মহিলা গ্রুপের একটি ন্যাপকিনের কারখানা রয়েছে । যেখানে তুলো জাতীয দাহ্য পদার্থ ছিল। সেখানেই শর্ট-সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান । চার থেকে পাঁচটি সেলাই মেশিন একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং বহু তুলো নষ্ট হয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে সোনামুখী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবলীনা সর্দার জানান , কিভাবে আগুন লাগল তার তদন্ত হবে । তবে ওই কারখানায় ৮ লক্ষ টাকার সামগ্রী ছিল। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখেই বলা যাবে।