সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাতের অন্ধকারে সাফ হয়ে যাচ্ছে জঙ্গল। বাড়ছে ভাঙনের আশঙ্কা। পঞ্চায়েতে জানানো হলেও মিলছে না সুরাহা। এমনই অভিযোগ উঠেছে বাঁকুড়ার সোনামুখী ব্লকের রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের বেলোয়া ফরেস্ট নিয়ে। স্থানীয়দের দাবি বিষয়টি সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছে স্থানীয় পঞ্চায়েত। অন্যদিকে বিরোধীদের অভিযোগ শাসক দলের মদতেই রাতের অন্ধকারে পাচার হচ্ছে জঙ্গলের মূল্যবান কাঠ।
প্রসঙ্গত এই বেলোয়া ফরেস্টের ঠিক পাশেই অবস্থিত দামোদর। বর্ষা এলেই ভাঙন শুরু হয় দামোদরের পাড়। স্থানীয়দের দাবি এই জঙ্গল থাকাতেই ভাঙ্গনের হাত থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। কিন্তু যেভাবে নির্বিচারে জঙ্গল সাফ হয়ে যাচ্ছে তাতে নেমে আসতে পারে বড়সড় বিপর্যয়।
এদিকে পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠলেও, সোনামুখী পঞ্চায়ের সমিতির সভাপতি প্রণব রায় জানিয়েছেন, পঞ্চায়েতের তরফ থেকে যথেষ্ট দেখভাল করা হয় এই বনভূমির। তবে যদি এই ধরনের গাছ চুরির কোনে অভিযোগ আসে অবশ্যই খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে পঞ্চায়েতের গাফিলতির কোনো ব্যাপার নেই।
অন্যদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামীর দাবি, শাসক দলের মদতেই বনভূমির মূল্যবান কাঠ পাচার হয়ে যাচ্ছে।
প্রসঙ্গত পরিবেশ সংরক্ষণের জন্য গাছ রোপনের আবেদন জানিয়ে ও গাছ কাটার উপর নিষেধাজ্ঞা জারি করে, সাধারণ জনগণকে সচেতন করতে কেন্দ্র ও রাজ্য সরকার যখন কারি কারি টাকা খরচ করছে তখন সোনামুখীর বেলোয়া ফরেস্ট নির্বিচারে ধ্বংস হয়ে গেলেও তাতে কোনও নজরদারি নেই প্রশাসনের।