eaibanglai
Homeএই বাংলায়বুনো হাতির দ্বারা আক্রান্ত নিমাই কুন্ডুকে আর্থিক সহযোগিতা চেক প্রদান করল সোনামুখী...

বুনো হাতির দ্বারা আক্রান্ত নিমাই কুন্ডুকে আর্থিক সহযোগিতা চেক প্রদান করল সোনামুখী বন দপ্তর

সংবাদদাতা, বাঁকুড়াঃ- বুনো হাতির সামনে পড়ে গুরুতর আহত হয়েছিলেন নিমাই কুন্ডু নামে এক ব্যক্তি। এদিন তাকে আর্থিক ভাবে সহযোগিতা করা হলো তাড়াতে আর্থিক সহযোগিতা চেক তুলে দিল সোনামুখী বন দপ্তর। বনদপ্তর সূত্রে জানা যায়, বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের হামিরহাটি পঞ্চায়েতের বড়নারায়নপুর গ্রামের নিমাই কুন্ডু নামের ওই ব্যক্তি গত ফেব্রুয়ারি মাসে ১ তারিখে রাতের বেলায় বাড়ির বাইরে বের হন, আর সে সময় হাতির সামনে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি। এমতাবস্থায় তার চিকিৎসার খরচ বাবদ প্রথম পর্যায়ে ১৪২৫৪ টাকা তাকে আর্থিক ভাবে সহযোগিতা করা হলো। এদিন তার হাতে আর্থিক সহযোগিতার একটি চেক তুলে দেওয়া হয় বনদপ্তর এর পক্ষ থেকে। আর্থিকভাবে সহযোগিতা পেয়ে নিমাই কুন্ডু ও তার পরিবার অনেকটাই উপকৃত হয়েছেন। বনদপ্তরকে পাশে পেয়ে তারাও অত্যন্ত খুশি। সোনামুখী বনাধিকারিক দয়াল চক্রবর্তী বলেন, উনারা যে টাকা আবেদন করেছিল আমরা সেই টাকা উনাদের দিয়েছি। এখনো পর্যন্ত আমরা ১৪২৫৪ টাকা ওনাদের কে দিয়েছি এবং পরবর্তীকালে ডাক্তারি যা খরচ আমরা আমাদের বনদপ্তর এর পক্ষ থেকে উনাদেরকে সাহায্য করবো। সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments