সংবাদদাতা,বাঁকুড়াঃ-বাঁকুড়ার ঐতিহ্যবাহী সোনামুখী শহর কালী-কার্তিকের শহর নামে পরিচিত। সুপ্রাচীন এই জনপদে কয়েকশো বছর ধরে পূজিত হচ্ছেন মা কালী। কার্তিক অমবস্যায় কালী পুজোর দিন মাতৃ আরাধনায় মেতে ওঠে প্রাচীন এই শহর। তবে সময়ের সাথে সাথে ঐতিহ্যবাহী পুজোর পাশাপাশি এখন কালী পুজোতেও দেখা যায় থিমের চমক। এবার সেরকমই থিমের চমক এনেছে সোনামুখী পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নবমধ্যম কালী মাতা পুজো কমিটি। এবার আড়াইশো বছরে পা দিয়েছে তাদের পুজো। ক্লাব পাঞ্চজন্যের পরিচালনায় আড়াইশো বছরে তাদের বিশেষ নিবেদন ‘বুর্জ খালিফা’ বিশ্বের উচ্চতম বিল্ডিং।
উদ্যেক্তারা জানান তাঁদের পূজো প্রায় ২৫০ বছর ধরে হয়ে আসছে। এই বছর তাদের ভাবনায় ‘বুর্জ খালিফা’ থিম ফুটে উঠে এসেছে। এবারে তাঁদের মোট বাজেট ৭লক্ষ টাকা। এই পূজোকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নরনারায়ন সেবা সবই হয়। এবার এই থিমের চমক এবং ঐতিহ্যের মেলবন্ধনকে দেখতে আশেপাশের বিভিন্ন গ্রাম সহ মফস্বলের মানুষ তাদের মণ্ডপে ভীড় জমাবেন বলে আশা উদ্যোক্তাদের।