এই বাংলায় ওয়েব ডেস্কঃ– নতুন বছরের শুরুতেই বুধবারের পর বৃহস্পতিবার আরও পারদ পতন। ঠাণ্ডায় কাঁপছে রাজ্যের পশ্চিমের জেলাগুলি। এই জেলাগুলির তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। পুরুলিয়া আর দার্জিলিঙের তাপমাত্রায় আর বিশেষ ফারাক নেই। এদিন আসানসোলের তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। যা স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি কম। শুধু আসানসোল নয়, পশ্চিমের সমস্ত জেলাতেই তাপমাত্রা ছিল এক সংখ্যায়। হাঁড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে শ্রীনিকেতন, এদিন তাপমাত্রা নেমেছে ৮.৫ ডিগ্রিতে। বোলপুরের তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বর্ধমানে ৯.৬ ও বাঁকুড়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।
বছরের দ্বিতীয় দিনে সকালের ঠাণ্ডা হাওয়ায় কাবু বাঙালি। বাইরে বেরলই হু-হু করে বইছে উত্তুরে হওয়া। তবে শীতপ্রেমীদের জন্য দুঃখের খবর আগেই দিয়েছে হওয়া অফিস। এই ঠাণ্ডা কিন্তু স্থায়ী হবে না। সপ্তাহের শেষে আবার সেই পশ্চিমী ঝঞ্ঝা ঠাণ্ডা দূরে সরিয়ে দিতে পারে। তার প্রভাবে ফের বৃষ্টি-বাদলের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আগামী দুদি তিন দিন ঠাণ্ডার আমেজ থাকবে। এই কদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে কুয়াশায় দাপট চলবে একাধিক জেলায়। কুয়াশায় ঢাকবে পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলা।