সঙ্গীতা চ্যাটার্জী,হুগলিঃ- জন্মদিন মানেই সবাই কেক কেটে তা পালন করে। কেউ বা নিজের জন্মদিনে বন্ধু-বান্ধব ডেকে এনে হৈ হুল্লোড় করে। কিন্তু জন্মদিন পালনে ব্যতিক্রমী ভাবনা-চিন্তার পরিচয় দিলেন হুগলির এক যুবক দেবজ্যোতি অধিকারী। চারাগাছ রোপণ ও চারাগাছ বিতরণ করে নিজের জন্মদিন পালন করলেন হুগলির হরিপাল থানার শ্রীপতিপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী দেবজ্যোতি অধিকারী। গতকাল বৃহস্পতিবার অর্থাৎ ২৫ শে জুলাই তার ২৮তম জন্মদিন উপলক্ষে শ্রীপতিপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এক কোটিরও বেশি গাছ বিতরণ করেন দেবজ্যোতি। শিশু, শিরিষ, মেহগনি, কৃষ্ণচূড়া, বেল ছাড়াও নানা ধরনের চারা গাছ ছাত্রছাত্রীদেরকে তুলে দেন তিনি। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে দেবজ্যোতি বলেন যে, হুগলির জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি এই কাজ করেছেন। কথা প্রসঙ্গে তিনি আরো জানান যে, “ছোট ছোট কচিকাঁচাদের চারা গাছ দেওয়ার মধ্যেই জন্মদিনের আসল আনন্দ তিনি খুঁজে পান”
প্রসঙ্গত উল্লেখ্য এই দিন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী বিজয় বন্দোপাধ্যায়, দীপক পাল, সোমনাথ শেঠ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। জন্মদিনের দিন শিক্ষার্থীদের চারাগাছ বিতরণ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভাস্কর ঘোষ বলেন, “এই ধরনের উদ্যোগে আমাদের সমাজ যে উপকৃত হবে এ কথা বলাই বাহল্য।”