eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর বণিক সভার বিশেষ উদ্যোগ

দুর্গাপুর বণিক সভার বিশেষ উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর বণিক সভার বিশেষ উদ্যোগ। দুর্গাপুর বণিক সভার সহযোগিতায় দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তের ক্ষুদ্র ছোট্ট এবং মাঝারি শিল্পপতিদের ঋণ প্রদানের ব্যবস্থা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের। শুক্রবার দুর্গাপুরের সিধু কানু ইনডোর স্টেডিয়ামে দুর্গাপুর বণিক সভার কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানে এই ঋণ প্রদানের ব্যবস্থা করা হয়।

এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর বণিক সভার সভাপতি চন্দন দত্ত, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দুর্গাপুর জোনের জোনাল ম্যানেজার সঞ্জীব আগরওয়াল প্রমূখ।

অনুষ্ঠানে সঞ্জীব আগরওয়াল বলেন,”দেশ জুড়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অসংখ্য গ্রাহক রয়েছেন। গ্রাহক সংক্রান্ত যা যা সমস্যা বা অভিযোগ জমা পড়ে সবই সমাধান করা হয়। এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন নতুন স্কিমের মাধ্যমে ঋণ প্রদান করা হয়। ছোট মাঝারি ও ক্ষুদ্র শিল্প পরিচালনার জন্যও একাধিক স্কিম রয়েছে। সেই সব স্কিমের মাধ্যমে ঋণ প্রদান করা হচ্ছে শিল্পপতিদের। ফলে উপকৃত হচ্ছেন অনেক উদ্যোগপতি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments