eaibanglai
Homeএই বাংলায়সচেতনতামূলক আলোচনা সভা হলো শ্রীখণ্ডে

সচেতনতামূলক আলোচনা সভা হলো শ্রীখণ্ডে

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, শ্রীখণ্ড, পূর্ব বর্ধমান -: দেশের সাধারণ মানুষের মঙ্গলের জন্য কেন্দ্র সরকারের স্বচ্ছ ভারত, মুদ্রা যোজনা, একমাত্র কন্যা সন্তান ইত্যাদি গুরুত্বপূর্ণ অর্থাৎ ‘ফ্ল্যাগশিপ প্রোগ্রাম’ -এর মত রাজ্য সরকারেরও কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদির মত একাধিক গুরুত্বপূর্ণ
কর্মসূচি আছে। কিন্তু পর্যাপ্ত প্রচার অথবা অন্য কোনো কারণের জন্য সেগুলি বহু মানুষের কাছে অজানা থেকে যায়। ফলে অনেকেই এইসব সুযোগ থেকে বঞ্চিত থেকে যায়। এছাড়া পরিবেশ দূষণ রোধ করার জন্য বর্তমান যুগে বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ – ইত্যাদি নানান বিষয়ে এলাকার যুব সমাজকে সচেতন করার লক্ষ্যে বর্ধমানের ‘মেরা যুব ভারত’ এর সহযোগিতায় এবং শ্রীখণ্ড ‘বয়েজ ইউনিয়ন ক্লাব’ এর পরিচালনায় ক্লাব প্রাঙ্গনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এলাকার প্রায় ১৫০ জন যুবক-যুবতী এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বরিষ্ঠ আইনজীবী উদয় মুখার্জ্জী ও ধীরেন বন্দ্যোপাধ্যায়, পেশকর বিমল কুমার ভট্টাচার্য, মাজিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার সাহা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেলিনা বেগম, শিক্ষক দীনেশ সাঁতরা, কদমপুকুর হাই মাদ্রাসার আব্দুল কাবির সেখ, শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার, ক্লাব সম্পাদক তন্ময় গুপ্ত প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক বক্তা ‘ফ্ল্যাগশিপ প্রোগ্রাম’ -এর গুরুত্ব ব্যাখ্যা করেন। তাদের বক্তব্য এইসব কর্মসূচি তখনই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন তার সুফল প্রাপকদের কাছে গিয়ে পৌঁছায়। পরিবেশ দূষণ রোধ করার জন্য বৃক্ষরোপণ ও সেগুলি পরিচর্যা করা কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেন দীনেশ বাবু। সমগ্র অনুষ্ঠানটির আয়োজন করেন সংকেত ভট্টাচার্য এবং দেবময় গুপ্ত। এর আগে প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রত্যেককে যথাযোগ্য মর্যাদা সহকারে বরণ করে নেওয়া হয়। প্রসঙ্গত শ্রীখণ্ডের এই ক্লাবটি দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, বৃক্ষরোপণ সহ বিভিন্ন ধরনের সচেতনতা মূলক ও সমাজ সেবামূলক কাজ করে চলেছে। এছাড়া প্রতিবছর বিভিন্ন বিষয়ে অন্তত তিন থেকে চারটি করে আলোচনা সভার আয়োজন করে থাকে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments