eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে শুরু "সৃষ্টিশ্রী" মেলা

দুর্গাপুরে শুরু “সৃষ্টিশ্রী” মেলা

মনোজ সিংহ, দুর্গাপুর :- মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং আনন্দধারা প্রকল্পের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্পের সেরা সম্ভার নিয়ে সৃষ্টিশ্রী মেলা শুরু হল শুক্রবার দুপুরে। এদিন
মেলার শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়াও পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক, আসানসোল – দুর্গাপুর পুলিস কমিশনারেটের ডিসিপি, দুর্গাপুর মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ও পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এই মেলা সিটিসেন্টার সংলগ্ন দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হয়। আগামী ২৩ তারিখ পর্যন্ত চলবে। মেলাটি শুরু হবে প্রতিদিন বেলা ১টা থেকে চলবে রাত্রি ৯টা অবধি।

এই মেলাটিতে দক্ষিণবঙ্গের ৫টি জেলা বীরভূম, বাঁকুড়া , পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তের বিখ্যাত মহিলা দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত মূল্যবান সামগ্রী এই প্রথমবার দুর্গাপুর হাটে প্রদর্শিত ও বিক্রি করা হবে। প্রায় ১২০ টি স্বনির্ভর গোষ্ঠী এই মেলায় অংশগ্রহণ করবেন। বিশ্ব বিখ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুরের বালুচরি, স্বর্ণ চুরি, পাঁচমুড়ার মাটির টেরাকোটার সামগ্রি, বিকিনা গ্রামের ডোগরা শিল্প, পুরুলিয়ার বিখ্যাত ছো নাচের মুখোশ সহ বীরভূমের বিখ্যাত কাঁথা সেলাইয়ের বিপুল সম্ভার নিয়ে হাজির শিল্পীরা এই মেলাতে। রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলাতে যে সকল হস্তশিল্প ও সামগ্রী প্রশংসিত হয়েছে সেই সব সামগ্রীর এক বিশাল সম্ভার নিয়ে শুরু হল এই মেলা।

এই সৃষ্টিশী মেলাতে আগত সকল ক্রেতাদের মনোরঞ্জন ও বিনোদনের জন্য উপস্থিত থাকবেন রাজ্যের বিখ্যাত বেশ কয়েকজন নাম করা শিল্পী। কার্তিক দাস বাউল, সুরজিৎ চ্যাটার্জি ব্যান্ড সহ দোহারের গান প্রাণবন্ত করে তুলবে এই মেলাকে। মেলা চলাকালীন প্রতিদিন দুপুর ১টা থেকে স্থানীয় শিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন ,যার মধ্যে থাকবে গান,আবৃত্তি, নাচ , সেমিনার সহ বিভিন্ন বিষয়ক আলোচনা সভা। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরকে হাতে-কলমে শেখানো হবে হস্তশিল্পের বিভিন্ন কলা, যাতে তারা নিজেদের পায়ে স্বাবলম্বী হয়ে লাভের মুখ দেখতে পান । রাজ্য সরকারের নিয়ন্ত্রিত দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার পক্ষ থেকে বেশ কয়েকটি বাস চালানো হবে এই মেলার ক’দিন, যাতে দুর্গাপুর শিল্পাঞ্চল ও তার আশেপাশের মানুষজন সহজেই মেলা প্রাঙ্গণে পৌঁছে যেতে পারেন শিল্পাঞ্চলের বিভিন্ন অংশ থেকে। এই মেলায় বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম সহ ৫ জেলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলা অংশগ্রহণ করেছেন তাঁদের হস্তশিল্পের সম্ভার নিয়ে। প্রায় ৯১ টি স্টল করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments