eaibanglai
Homeএই বাংলায়ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের উপদেশ অনুযায়ী সংসারে কীভাবে থাকা উচিত

ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের উপদেশ অনুযায়ী সংসারে কীভাবে থাকা উচিত

সঙ্গীতা চৌধুরীঃ- ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব সবসময় গৃহস্থদের কীভাবে সংসারে থাকা উচিত সেই বিষয়ক উপদেশ দিয়েছেন। এরকম‌ই পাঁচটি উপদেশ আজকে বলবো‌। যা গৃহস্থদের মনকে শান্ত করবে।

১। জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করবে না- অর্থাৎ তিনি বলতে চেয়েছেন সংসার জীবনে প্রতিপক্ষ ও প্রতিকূল পরিস্থিতিতে পড়লে সবসময় বুদ্ধি ও ধৈর্য্য ধারণ করা উচিত।

২। গৃহে থাকলেও মন যেন ঈশ্বরে থাকে- এই কথা তিনি বারবার বলেছেন যে, ঘরে এমনভাবে থাকতে হবে যাতে ঘরের দায়িত্ব কর্তব্য সব পালন করলেও মন সদা সর্বদা ঈশ্বরের প্রতি উন্মুখ হয়।

৩। নারায়ণকে দেখো, কিন্তু মাটির ঘটি বাসন‌ও বাঁচিয়ে চলো- অর্থাৎ গৃহস্থদের দুই দিক‌ই রাখতে হবে, ধর্ম দেখলেও আরেক হাতে কর্ম করে যেতে হবে।

৪। শ্রীহরি যার রক্ষক, সংসার তার কিছু করতে পারবে না।- এই বিষয়ের অর্থ হল রাখে হরি তো মারে কে?ভগবান সহায় হলে বিপদ আপদ সব কেটে যাবে দেখতে দেখতে।

৫। সংসারে থাকবে পদ্মপাতার জলের মতো- এমনভাবে সংসার করতে হবে যেমনভাবে পদ্মপাতায় জল থাকে না, অর্থাৎ সংসারের মধ্যে থাকলেও সংসার যেন তোমার মধ্যে না থাকে, জল যেমন পদ্মপাতা কে ভেজাতে পারে না, সংসার‌ও যেন তেমনি তোমাকে না ভেজাতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments