নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ১৫৮ তম স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল রবিবার। দেশ জুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হচ্ছে প্রবল উৎসাহের মধ্য দিয়ে। আমাদের শিল্পাঞ্চল জুড়ে অনেক স্বামী বিবেকানন্দের অবক্ষ মূর্তি আছে। স্বামী বিবেকানন্দের একটি মূর্তি আছে দুর্গাপুর অ্যালয় স্টিল কারখানার ভিতরে। কিন্তু কারখানার ভেতর স্বামী বিবেকানন্দের জন্মদিনে ওই মূর্তির চরনে একটিও ফুলের মালাও দেওয়া হয়নি। এদিন দুর্গাপুর থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে দুর্গাপুর অ্যালয় স্টিল কারখানার ভিতরে একটি টিম যায়। সেখানে গিয়ে দেখা যায় বিবেকানন্দের মূর্তি ফাঁকা অবস্থায় আছে। কারখানার এক আধিকারিক কে এই প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, রবিবার তাই বিবেকানন্দের মূর্তিতে কেউ মাল্যদান করেনি। দুর্গাপুর টিমের এক ব্যক্তি আধিকারিক কে বললেন রবিবার বলে কি কোনো কাজ হয় না। মাল্যদান করার কি একটি লোকও নেই। তাহলে কি ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন রবিবার নিশ্চয়ই সেদিনও ছুটি থাকবে তাহলে কি কোনো অনুষ্ঠানও করা হবে না। তৎক্ষনাৎ কারখানার আধিকারিক বলেন, আমাদের বিরাট ভুল হয়ে গেছে একটা মালা পড়ানো উচিৎ ছিল। এই বলে তিনি প্রশ্নের সাফাই দিলেন। দেখা যায় যে স্বামী বিবেকানন্দের মূর্তিটি শুধু বানানো আছে, কোনো রক্ষনাবেক্ষনও হয় না। মূর্তির গায়ের রঙ পুরোপুরি চটে গেছে। কারখানার ওই আধিকারিক কে বলা হয় যখন আপনারা এই মূর্তির দেখভাল করতে পারছেন না তাহলে এটি কে রাখার কোনো প্রয়োজনই নেই। এতে স্বামী বিবেকানন্দের মূর্তির প্রতি অসন্মান করা হচ্ছে।