সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী)ঃ- একবার ধ্যান করে গৌতম বুদ্ধ বিশ্রাম নেবেন সেই সময় একজন দরিদ্র ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে এসে জিজ্ঞেস করলেন প্রভু আমি এত দরিদ্র কেন এর উত্তরে গৌতম বুদ্ধ বললেন কারণ তুমি দান করো না এবং করতেও জানোনা। তখন দরিদ্র ব্যক্তি বললেন কিন্তু আমার তো দান করবার মতো কিছুই নেই তাহলে আমি কি দান করব?
তখন গৌতম বুদ্ধ বললেন না দান করবার মতো অনেক জিনিস তোমার কাছে আছে , অর্থাৎ দান করার মত জিনিস ধনী গরিব সবার কাছেই সমপরিমাণে থাকে আর তা হলো ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব।
ওই ব্যক্তি তখন অবাক হয়ে ভগবান বুদ্ধের দিকে তাকিয়ে থাকলেন। বুদ্ধদেব তখন তার কথার ব্যাখ্যা করে বললেন, চেহারা -যা দ্বারা তুমি সুখ ও আনন্দের হাসি সকলকে উপহার দিতে পারো
মুখ- যা দিয়ে তুমি মাধুর্যপূর্ণ সুন্দর উৎকৃষ্ট কথা বলে মানুষকে আনন্দ উৎসাহ দিতে পারো এবং সব সময় খুশিতে রাখতে পারো
হৃদয় – যা দিয়ে তুমি আন্তরিকতা ও উদারতা দিয়ে অন্যদের জন্য উন্মুক্ত রাখতে পারো।
চোখ- যা দিয়ে তুমি দয়া ও ভালবাসার চোখে অন্যকে দেখতে পারো।
দেহ- যা দিয়ে তুমি সেবা করতে পারো এবং এভাবে অন্যদের সাহায্য করতে পারো।
তাই তুমি একেবারেই দরিদ্র নয়, কারণ হৃদয়ের দারিদ্রতায় হলো প্রকৃতপক্ষে দারিদ্রতা আর্থিক দারিদ্রতা কখনোই মূল দারিদ্রতা নয়।