সঙ্গীতা চৌধুরীঃ- শাক্ত সাধক রামপ্রসাদের জীবনে তাঁর ইষ্ট দেবী মা কালী এসেছিলেন কন্যার রূপে, মাকে মেয়ে রূপে পেয়েও চিনতে পারেন নি সেদিন রামপ্রসাদ। কী ঘটেছিল সেদিন চলুন জেনে নিই। একদিন রামপ্রসাদ গান গাইতে গাইতে বেড়া বাঁধছিলেন আর তখন বেড়া বাঁধার কাজে তাঁকে দড়ি এগিয়ে দিয়ে সাহায্য করেছিলেন তাঁর মেয়ে জগদীশ্বরী। একসময় বেড়া বাঁধার কাজ শেষ হয়ে গেল, তখন জগদীশ্বরী সেখান থেকে উঠে ঘরের দিকে চলে গেলো।
এর ঠিক কিছুক্ষণ পরেই রামপ্রসাদ জগদীশ্বরীকে ডাকলেন, এক ঘটি জল দিয়ে যাওয়ার জন্য, তখন তার মেয়ে ঘর থেকে বেরিয়ে এক ঘটি জল দিয়ে আসে, বাবাকে জল দিতে গিয়ে জগদীশ্বরী অবাক হয়ে যায়, সে বাবাকে বলে,“ কি গো বাবা তোমার তো বেড়া বাধার কাজ শেষ! আমাকে তো প্রয়োজনই পরল না”তখন রামপ্রসাদ বলেন,“কি যে বলিস, তুই তো আমাকে সাহায্য করলি, দড়ি ফিরিয়ে দিলি তবেই তো আমি করলাম।”
জগদীশ্বরী তখন বলে,“ আমি তো ঘরে খেলছিলাম তোমার ডাক শুনে এই জল নিয়ে এলাম।”
এই কথা শুনে রামপ্রসাদ কিছুই বুঝতে না পেরে ঘরের মধ্যে যায়, এরপর সেখানে গিয়ে রামপ্রসাদ দেখে, মা কালীর বিগ্রহের হাতে দড়ি। এটি দেখে তিনি সব বুঝতে পারেন, আর কাঁদতে কাঁদতে বলেন, মা তুমি আমার এত কাছে এলে আর আমি তোমাকে চিনতে পারলাম না।