সঙ্গীতা চ্যাটার্জি(চৌধুরী)ঃ- আমরা যখন খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই তখন অনেক সময় আমরা ভেঙে পড়ি আমরা ভাবি কেন আমরা সু-সময় দেখতে পাচ্ছি না ? বা ঈশ্বর কেন আমাদের আলোর দিশা দেখাচ্ছেন না ? কিন্তু খারাপ সময়ে ধৈর্য ধরে থাকতে হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, “সঠিক সময় না এলে কিছুই হয় না। একমাত্র সঠিক সময় এলেই সব কিছু সম্ভব হয়।”
এই প্রসঙ্গে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, “সময় না হলে কিছু হয় না। যাকে যা দেবার তাঁর সব ঠিক করা আছে। সরার মাপে শাশুড়ি বউদের ভাত দিত। তাতে কিছু ভাত কম হতো। একদিন সরাখানি ভেঙে যাওয়াতে তখন বউরা আহ্লাদ করছিল। তখন শাশুড়ি বললেন, নাচ কোঁদ বউমা, আমার হাতের আটকেল (আন্দাজ) আছে”-অর্থাৎ যতই চেষ্টা করা হোক না কেন সময় না হলে কিছুই হবে না। তাই ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সঠিক সময় এলে সমস্ত যোগাযোগ হবে যেমনটা হয়েছিল গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে।