eaibanglai
Homeএই বাংলায়কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র আন্দোলন

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র আন্দোলন

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ– ছাত্র-ছাত্রীদের টাকায় আইনি খাতে খরচ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমনই অভিযোগে ও শ্বেতপত্র পেশ করা সহ একাধিক দাবিতে টানা আন্দোলন চালাচ্ছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র সংগঠন টিএমসিপি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন বুধবার ১৬ দিনে পড়ল।

প্রসঙ্গতঃ, আন্দোলনের প্রথম দিকে প্রশাসনিক ভবনের মধ্যে থাকা ভিসি ও রেজিস্ট্রারের অফিসে তালা লাগিয়ে দিয়েছিল টিএমসিপির সদস্যরা। কিন্তু পরবর্তীকালে নতুন ছাত্রছাত্রীদের ভর্তির জন্য রেজিস্ট্রারের অফিস খুলে দেওয়া হয়। পরে অনশনে বসে ছাত্রছাত্রীরা। টিএমসিপির এই আন্দোলনকে শাসক দলের অনুমোদিত অধ্যাপকদের সংগঠন সমর্থন করলেও, পাল্টা আন্দোলন করে এর বিরোধিতা করেছিলো শিক্ষা কর্মীদের ইউনিয়ন। তবে তাদের বিরোধিতা সেই অর্থে ফলপ্রসূ হয়নি।

অন্যদিকে এই আন্দোলন নিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিনব মুখোপাধ্যায় বলেন, “ভিসির সৎ সাহস থাকলে তিনি ইউনিভার্সিটিতে এসে আমরা যে টাকা খরচের হিসাব চেয়েছি তার হিসাব দিতেন। কিন্তু তারা অন্যায় ভাবে ছাত্র-ছাত্রীদের টাকা বিভিন্ন খাতে খরচা করেছেন যেটা আইন বিরুদ্ধ।”

যতদিন না ছাত্রছাত্রীদের দাবি মেটানো না হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন চলবে বলেই এদিন হুঁশিয়ারি দেন ছাত্রনেতা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments