সংবাদদাতা, বাঁকুড়াঃ- বিশেষ এক শ্রেণীর পক্ষ থেকে বিশেষ কোন উদ্দেশ্যে ‘গুজব’ ছড়ানো হবেনা, তা হয় কি করে! সংবাদমাধ্যম আর সোশ্যাল মিডিয়ার হিট লিস্টে থাকা করোনা ভাইরাসকে নিয়ে মাত্রাতিরিক্ত গুজব ছড়ালো বাঁকুড়ার অন্যতম প্রাচীণ পৌর শহর বিষ্ণুপুরে। শনিবার সকাল থেকে শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার গোপালপুর বাগদী পাড়ার বাসিন্দারা বাড়ির তুলসী তলা, দরজার সামনে এমনকি হরিমন্দির সংলগ্ন এলাকার মাটি খুঁড়ে ‘পোড়া কয়লা খুঁড়ে তাতে গঙ্গাজল মিশিয়ে’ কপালে টিপ নিচ্ছেন। পরে তুলসী আর থানকুনি পাতা খাচ্ছেন অনেকে। এতেই নাকি করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা মিলবে! কেউ নাকি এই স্বপ্নাদেশ পেয়েছেন। কিন্তু কে সেই ব্যক্তি যিনি স্বপ্নাদেশ পেয়েছেন তার সদুত্তর দিতে পারেননি ঐ এলাকার কেউই। স্থানীয় বাসিন্দা মাম্পি বাগদী, টুম্পা বাগদীরা বলেন, কেউ এবিষয়ে স্বপ্নাদেশ পেয়েছে শুনে আমরাও নির্দিষ্ট জায়গার কয়লা খুঁড়ে তাতে গঙ্গাজল মিশিয়ে কপালে টিপ নিয়েছি। বিশ্ব জুড়ে চলা করোনা আতঙ্ক থেকে মুক্তি পেতেই তারা এই কাজ করেছেন বলে জানান। বিষ্ণুপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিল মমতা কুণ্ডুকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। পুরোটাই মানুষের অন্ধবিশ্বাস বলে তিনি দাবী করেন।