নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া :- অত্যন্ত নিম্ন মান ও নির্দিষ্ট পরিমানের তুলনায় অনেক কম পরিমান খাবার দেওয়ার অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের ধবন গ্রামে। এদিন স্থানীয় বাসিন্দাদের ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদেরও। স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত ধবনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপর নির্ভরশীল মোট ৪১ জন শিশু ও ১৫ জন প্রসুতি। প্রতিদিন ওই শিশু ও প্রসুতিরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাজির হয়ে রান্না করা খাবার গ্রহন করেন । স্থানীয়দের দাবি দিনের পর দিন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশু ও প্রসুতি মা দের অত্যন্ত নিম্ন মানের খাবার দেওয়া হচ্ছে। পরিমানেও অত্যন্ত কম বলে দাবি তাঁদের। স্থানীয়দের দাবি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অস্বাস্থ্যকর ও নোংরা আসবাবে রান্না করা খাবার খেয়ে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছে শিশু ও প্রসুতিরা। অবিলম্বে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই অব্যাবস্থা দূর করার দাবিতে আজ সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজায় তালা লাগিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। সকালে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা কেন্দ্রে পৌঁছালে স্থানীয়দের ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদেরও। বিক্ষোভের জেরে এদিন আর ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হয়নি। কেন্দ্রের রান্না করা খাবারের মান, পরিমান ও পরিচ্ছন্নতা নিয়ে তোলা স্থানীয়দের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা।