সংবাদদাতা, বাঁকুড়াঃ- ভোট যেন বড়ই বালাই তাই ভোট প্রচারে অভিনব পন্থা অবলম্বন করতে দেখা যাচ্ছে সব রাজনৈতিক দলের কর্মীদের। গতকাল রাতে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ওন্দাতে দোল উৎসবের মেলাতে যোগদান করেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সাথে ওন্দা বাজারে পা মিলিয়ে জনসংযোগ করার পর উপস্থিত হন হরিনাম সংকীর্তন এর আসরে।সেখানে পৌঁছে কীর্তনের তালে তালে দুহাত তুলে নেচে গা ভাসালেন রাধানাম সংকীর্তনের আসরে। তারপর মাইক হাতে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে নিজেকে ‘রাধিকার’ সাথে তুলনা করে বসলেন তিনি।
তিনি বলেন,”কীর্তনের তালে তালে আমি নাচতে শুরু করলাম, মনে হচ্ছিলো বৃন্দাবনের রাধিকাও বোধহয় এরকম করেই নাচতো, আমারও আজ মনে হল আমিও আমার কৃষ্ণের সাথে রাধিকা হয়ে গেছি” বুঝুন কান্ড! ভোট প্রচার কি রকম পন্থা। পরে অবশ্য তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন “রাধিকা যেমন শ্রীকৃষ্ণের জন্য নিজের জীবনকে তার চরনে উৎসর্গ করেছিল, তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষের চরনে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি”।
সুজাতার এই বক্তব্য কে কটাক্ষ করেছে বিজেপি। এই বিষয়ে সৌমিত্র খাঁ এর বক্তব্য পাওয়া না গেলেও বিজেপি জেলা সভাপতি তথা ওন্দার বিজেপি বিধায়ক অমর নাথ শাখার প্রতিক্রিয়া, আজ নিজেকে রাধা ভাবছেন কাল নিজেকে শ্রীদেবী,হেমা মালিনী ভাববেন। কোনদিন আবার নিজেকে পুতনা রাক্ষসী আর সূর্পনখা না ভেবে বসেন। আসলে মহিলা পাগলামি শুরু করেছেন।