সংবাদদাতা, দুর্গাপুর:- ‘বসন্ত এসে গেল’ শিল্পাঞ্চল দুর্গাপুরের প্রকৃতি ফাগুনের রং ছড়িয়ে দিয়েছে ডালে ডালে। শিল্পাঞ্চলের একাধিক জায়গায় বসন্ত উৎসবের আয়োজন চলছে, জোর কদমে। এরই মধ্যে পিছিয়ে নেই খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তি ও ছাত্র-ছাত্রীরা।
পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট চেস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ দুর্গাপুর শিল্পাঞ্চলের ইস্পাত নগরীর, ডি সেক্টর মোড় সংলগ্ন বি ডি সি এ এর নিজস্ব অফিসে আয়োজন করা হলো হোলি উপলক্ষে সুপার সানডে চেয়েস চ্যাম্পিয়নশিপ। শিল্পাঞ্চলের ৮ থেকে ৮০ বয়সের প্রায় ৫৫ জন প্রতিযোগী আজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। রেপিড টুয়েন্টি মিনিট এর ছয়টি রাউন্ডে খেলা অনুষ্ঠিত হয়। সমগ্র খেলাটি পরিচালনা করেন সংস্থার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মলয় মজুমদার ও পঙ্কজ মন্ডল। এই সুপার সানডে প্রতিযোগিতাকে কেন্দ্র করে হোলির আনন্দে ভাসলো কচিকাঁচাদের সাথে সাথে অভিভাবক রাও। চ্যাম্পিয়নশিপের শেষে সকলকে মিষ্টিমুখ করিয়ে হোলির আগাম শুভেচ্ছা জানানো হয় সংস্থার পক্ষ থেকে। দুর্গাপুর শিল্পাঞ্চলের ছাত্র-ছাত্রীদের মধ্যে চেস কম্পিটিশনকে আরো জনপ্রিয় করার উদ্দেশ্যেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানানো হয় পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক চেস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।