eaibanglai
Homeএই বাংলায়“দুর্গাপুর সুপার সিঙ্গার” সিজন -৩ এর ফাইনালের উদ্দীপনায় কাঁপছে দক্ষিণবঙ্গ

“দুর্গাপুর সুপার সিঙ্গার” সিজন -৩ এর ফাইনালের উদ্দীপনায় কাঁপছে দক্ষিণবঙ্গ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ– দক্ষিণবঙ্গের সব থেকে বড় সংগীত প্রতিযোগিতার ফাইনালের আয়োজন শেষ লগ্নে। গত ১৩ই নভেম্বর ইতিমধ্যেই হয়ে গিয়েছে অডিশন পর্ব দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে। আগামীকাল ১৬ই নভেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণ কেন্দ্র সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে ঠিক সন্ধে ৬টা নাগাদ শুরু হবে “দুর্গাপুর সুপার সিঙ্গার” সিজন -৩ প্রতিযোগিতার ফাইনাল পর্ব। রাজ্যের দক্ষিণবঙ্গের বিভিন্ন শহর থেকে ইতিমধ্যেই যে সকল সফল প্রতিযোগীরা এই প্রতিযোগিতার জন্য নামাঙ্কিত হয়েছেন তারা ফাইনালের প্রস্তুতির শেষ লগ্নের ছোঁয়া দিচ্ছেন।

উল্লেখ্যঃ “দুর্গাপুর সুপার সিঙ্গার” প্রতিযোগিতা গত কয়েক বছরে শিল্পাঞ্চলের উদীয়মান সংগীত শিল্পীদেরকে আন্তর্জাতিক স্তরে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে। এই সংগীত প্রতিযোগিতায় নিরপেক্ষতা, গানের কৌশল, ও শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন খুঁটিনাটি দিক বিচার করে শিল্পাঞ্চলের হীরের টুকরো সব উদীয়মান গায়ক-গায়িকাদের সম্মানিত করে এসেছে। শিল্পাঞ্চল দুর্গাপুর তথা রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বহু প্রতিযোগী আসেন। এবছরও “দুর্গাপুর সুপার সিঙ্গার” সিজন -৩, জন্য গত ১৩ ই নভেম্বর সৃজনী প্রেক্ষাগৃহে কয়েক হাজার সংগীত প্রেমী যুবক যুবতীরা হাজির হয়েছিলেন অডিশন পর্বে অংশগ্রহণ করার জন্য। সূত্র মারফত জানা গেছে গত কয়েক বছরের তুলনায় এ বছর “দুর্গাপুর সুপার সিঙ্গার” সিজন ৩, গৌরব ও বিস্তার সমগ্র রাজ্য তথা দেশের মানুষকে গর্বিত করবে।

“দুর্গাপুর সুপার সিঙ্গার” এর ফাইনাল অনুষ্ঠিত হবে সৃজনী প্রেক্ষাগৃহে আগামী কাল ১৬ই নভেম্বর। “দুর্গাপুর সুপার সিঙ্গার” প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কোন টাকা পয়সা লাগে না। শুধু উদীয়মান সংগীত শিল্পীদের প্রতিভাকে তুলে ধরে রাজ্য তথা দেশের সংগীত জগতে প্রতিষ্ঠা দিতে এই প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা । উদীয়মান সংগীত শিল্পীদের প্রতিভাকে তুলে ধরতে ও ভবিষ্যতের “দুর্গাপুর সুপার সিঙ্গার” হবার এক সুবর্ণ সুযোগ “দুর্গাপুর সুপার সিঙ্গার” সিজন -৩ ফাইনালের দিকে তাকিয়ে সমগ্র রাজ্য তথা দেশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments