মনোজ সিংহ, দুর্গাপুর:- সম্প্রতি ভারতবর্ষের দাবা খেলোয়াররা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। বিশ্বের কাছে ভারতবর্ষের প্রতিযোগীরা প্রমাণ করে দিয়েছে যে তারা এই বিশেষ খেলায় অত্যন্ত পারদর্শী এবং বিশ্ব প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী করার মত সম্ভাব্যপূর্ণময় দেশ। সম্প্রতি একমাস আগেই দুর্গাপুর শিল্প শহরে অনুষ্ঠিত হয়ে গেল ৩৭ তম ন্যাশনাল দাবা চ্যাম্পিয়নশিপ। ভারতবর্ষের ২৯ টি রাজ্য থেকে প্রায় ৪০০ প্রতিযোগী ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।
শিল্পাঞ্চল দুর্গাপুরে বহুদিন ধরেই দাবা খেলার প্রচলন রয়েছে। কিন্তু কিছু সংখ্যক মানুষের মধ্যে তা সীমাবদ্ধ রয়ে গিয়েছিল এত বছর ধরে। সম্প্রতি কয়েক বছর ধরে দুর্গাপুরের বিভিন্ন খেলা সংগঠন ও অ্যাসোসিয়েশন দাবা খেলার প্রতি খুদে পড়ুয়াদের অনুপ্রাণিত ও উৎসাহ দেওয়ার জন্য প্রতিটি ইংরেজি মাধ্যম ও বাংলা মাধ্যম স্কুলে ছোট ছোট করে দাবা খেলার প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। শিল্পাঞ্চল দুর্গাপুরের পাশাপাশি অন্ডাল ব্লক অন্তর্গত খান্দ্রা গ্রামেও বহুবার এই দাবা খেলার প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। দাবা অ্যাসোসিয়েশন ও সংগঠনগুলির মিলিত প্রয়াসে আজ শিল্পাঞ্চল দুর্গাপুরে দাবা খেলা এক প্রমুখ খেলা হিসেবে উঠে এসেছে।
সম্প্রতি দুর্গাপুর স্পোর্টস কার্নিভাল ২০২৫-এ যে ৪২ টি বিভাগে খেলা অনুষ্ঠিত হয়েছিল, দুর্গাপুর শিল্পাঞ্চলের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের শহীদ ভগত সিং স্টেডিয়ামে, সেখানেও অন্যতম খেলা হিসেবে দাবা খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
বিশ্ববরেণ্য দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের একমাত্র স্বনামধন্য বেসরকারি বাংলা মাধ্যম স্কুল সুরেন চন্দ্র মডেল স্কুলের উদ্যোগে আয়োজিত করা হয়েছে একটি এক দিবসীয় দাবা প্রতিযোগিতা। ইতিমধ্যেই দূর্গাপুর শিল্পাঞ্চলের শতাধিক খুদে পড়ুয়া থেকে যুবক এই প্রতিযোগিতায় নাম নথিভুক্ত করেছেন। বুদবার সকাল সাড়ে ৯টা নাগাদ শুরু হবে এই দাবা প্রতিযোগিতা। মূলত চারটি বয়সের বিভাগে এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সকল খুদে প্রতিযোগীদের জন্য মধ্যান্যভোজনের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয় প্রতিযোগীদের সাথে থাকা পরিবারের লোকজনদের জন্য রাখা হয়েছে মধ্যান্য ভজনের বিশেষ ব্যবস্থা। সুরেনচন্দ্র মডেল স্কুলের এই দাবা প্রতিযোগিতাকে দুর্গাপুরের সকল ক্রীড়া প্রেমী মানুষের মধ্যে এক নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।