সংবাদদাতা,বাঁকুড়া ও দুর্গাপুরঃ- রাত পোহালেই স্বাধীনতা দিবস। তার আগে দেশ তথা রাজ্য জুড়ে চলছে কড়া নজরদারি। রবিবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গল মহল জুড়ে চোখে পড়ল কড়া পুলিশি নিরাপত্তা। সকাল থেকেই বাঁকুড়ার সারেঙ্গা চন্দ্রকোনা রোড চার নম্বর রাজ্য সড়কের খয়েরপাহাড়ী চেক পোস্টে চলছে সারেঙ্গা থানার পুলিশের নাকা চেকিং। বাইক থেকে শুরু করে সমস্ত যান বাহন থামিয়ে পরীক্ষা করছেন সারেঙ্গা থানার পুলিশ কর্মী আধিকারিকরা। পাশাপাশি যাত্রীরা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন তা নিয়েও খোঁজ খবর নেওয়া হচ্ছে।
উল্লেখ্য,এক সময় মাও অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত ছিল জঙ্গল মহলের এই এলাকা। এখান থেকে কয়েক কিলোমিটার দূরেই পশ্চিম মেদিনীপুর সীমানা। তাই নিরাপত্তায় কোন খামতি রাখতে নারাজ বাঁকুড়া জেলা পুলিশ।
অন্যদিকে স্বাধীনতা দিবসের প্রাক্কালে পশ্চিম বর্ধমান জেলার ঝাড়খণ্ড সীমানায় পুলিশের পক্ষ থেকে চলছে বিশেষ নাকা চেকিং। সালানপুর থানার রূপনারায়ণপুর চেক পোস্টে চলছে তল্লাশী । ভিন রাজ্য থেকে আগত সমস্ত গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। সব মিলিয়ে স্বাধীনতা দিবসের দিন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ পুলিশ প্রশাসন।