সংবাদদাতা, বাঁকুড়া:- টুথ ব্রাশের ঢাকনা, কিছু ইলেকট্রিকাল কম্পোনেন্ট এবং ১০০ টাকার প্লাস্টিকের একটি চশমা দিয়ে এক তাজ্জব ডিভাইস বানিয়েছে বাঁকুড়ার খুদে আয়ুষ সেন। জানলে অবাক হবেন, যাঁরা চোখে দেখতে পাননা, তাদের জীবন পাল্টে দিতে পারে এই আশ্চর্য চশমা। চলার পথে চোখে দেখতে পাননা এমন একজনকে দেখেই এই রকম একটি আধুনিক চশমা বানাবার সিধান্ত নেয় ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া আয়ুষ সেন। যারা চোখে দেখতে পাননা তাঁদের জন্য এই চশমা। চশমাটি পড়লে সামনে কোনও বাধা বা মানুষ চলে এলে নিজে থেকেই সংকেত দেবে। আগাম সংকেত শুনে সময় মত সরে যেতে পারবেন চশমা পড়া ব্যাক্তি। বাঁকুড়ার ইন্দিরাগোরার বাসিন্দা আয়ুষ সেন নিজেই চশমাটি ডেমোনস্ট্রেট করে দেখায়। প্রায় ১ মিটার রেঞ্জের মধ্যে প্রবেশ করলেই চশমা পাঠাবে সংকেত।
মোটামুটি খরচ পড়েছে ৫১০ টাকা। আয়ুষ জানিয়েছে বাবা, মা এবং দাদু দিদার কাছে টাকা নিয়ে সেই টাকা খরচ করে তৈরি করেছে চশমাটি। চশমাটি তৈরি করতে ব্যাবহার করা হয়েছে ট্রান্সমিটার, রিসিভার, টাইমার আইসি, রেসিসটর, ক্যাপাসিটর, লিথিয়াম আয়ন ব্যাটারি, টাইপ ৪৫ সি চার্জার এবং বাজার। প্রায় ২১ দিন লেগেছে চশমাটি পুরোপুরি কার্যকরী করে তুলতে।