সঞ্জীব মল্লিক, বাঁকুড়াঃ বর্তমানে বাঁকুড়া জেলা প্রশাসন সাংস্কৃতিক ও খেলাধুলার দিক দিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। সেই মত বাঁকুড়া প্রশাসন সর্বদা ছেলেমেয়েদের উৎসাহিত করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কর্মসূচী নিয়ে থাকেন। সেই মত বাঁকুড়া জেলা বিদ্যালয় সংসদের উদ্যোগে বাঁকুড়ার কোতুলপুরের তাজপুর রামচরণ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৬৫তম “খোখো প্রতিযোগিতা”। তিন দিন ধরে চলা এই প্রতিযোগিতা আজ শেষ হল। এই প্রতিযোগিতায় বাঁকুড়া জেলার পাশাপাশি রাজ্যের অন্যান জেলা থেকেও ১২ টি দল অংশ নিয়েছিল। তিনদিন ধরে চলা প্রতিযোগিতায় টানা লড়াই শেষে চুড়ান্ত পর্যায়ে পৌছায় পূর্ব মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনা দল। এদের মধ্যে পূর্ব মেদিনীপুর জয়ী হয় এবং বিজয়ী হল উত্তর চব্বিশ পরগনা।