eaibanglai
Homeএই বাংলায়বৃদ্ধ বয়সে কী হবে তা চিন্তা করো না!

বৃদ্ধ বয়সে কী হবে তা চিন্তা করো না!

সঙ্গীতা চ্যাটার্জী (চৌধুরী),বহরমপুরঃ- স্বামী চেতনানন্দ তার লেখা প্রাচীন সাধুদের কথা ব‌ইয়ে ১ম খণ্ডে বলেছিলেন,বৃদ্ধ বয়সে কি হবে! কে দেখবে এইসব নিয়ে চিন্তা করো না। কিন্তু কেন এমনটা তিনি বলেছিলেন? বৃদ্ধ বয়েস নিয়ে কি সত্যি চিন্তার কিছু নেই?

এই বিষয়ে তিনি তার বইয়ে বিস্তৃত করে লিখেছেন, “রাশিয়ার এক কৃষকের দুটি বলদ ছিল, যাদের দিয়ে সে চাষ করত। একটি বলদ ছিল বড় বেয়াড়া ও দুষ্ট। লাঙল চাষকালে কাঁধে জোয়াল দিলে সে শুয়ে পড়ত। শেষে বিরক্ত হয়ে কৃষক ঐ বলদটিকে কসাইয়ের কাছে বিক্রি করে দিল। অপর বলদটি বৃদ্ধ বয়স পর্যন্ত প্রভুর লাঙল টেনে তার চাষে সাহায্য করে গেল। অবশেষে বলদটি যখন আর পারছিল না লাঙল টানতে, তখন কৃষকটি ভাবল, সারা জীবন আমার কাজ করেছে এ বলদটি। একে আমি কসাইয়ের কাছে বিক্রি করব না। যে ক-দিন এটা বেঁচে থাকে আমার খামারেই থাকুক। একে আমি খেতে দেব। দেখ, এ কৃষকটি কেমন কৃতজ্ঞ। ঐ বৃদ্ধ বলদকে শেষদিন পর্যন্ত সে দেখল ও পালন করল। তেমনি শ্রীরামকৃষ্ণ-তিনি অকৃতজ্ঞ নন। আমরা যদি মনেপ্রাণে এই শরীর দিয়ে ঠাকুরের কাজ করি, তিনি অবশ্যই আমাদের দেখবেন। বৃদ্ধ বয়সে কে দেখবে, কী হবে – ওসব নিয়ে কখনো চিন্তা কোরো না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments