eaibanglai
Homeএই বাংলায়বাচিক শিল্পী তপেশ বন্দ্যোপাধ্যায় স্মরণ অনুষ্ঠান

বাচিক শিল্পী তপেশ বন্দ্যোপাধ্যায় স্মরণ অনুষ্ঠান

সংবাদদাতা, দূর্গাপুর:– দুর্গাপুর শিল্পনগরীর সুপরিচিত বাচিক শিল্পী সদ্যপ্রয়াত তপেশ বন্দ্যোপাধ্যায় কে ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করলেন-দুর্গাপুরের সংগীত, নাটক, আবৃত্তি,নৃত্য ইত্যাদি সর্বস্তরের শিল্পীরা ৮-ই জুলাই সন্ধ্যায় সেপকো টাউনশিপের কমিউনিটি হল-এ। উপস্থিত ছিলেন ও স্মৃতিচারণ করলেন সঙ্গীত শিল্পী বিমল মিত্র,বুদ্ধদেব সেনগুপ্ত, মালা দেববর্মন, পঙ্কজ শ্রীবাস্তব, তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়,বাচিক শিল্পী কাকলি রায়, হৃদয় সাঁই, কবি অনিরুদ্ধ রায়চৌধুরী সহ সর্বস্তরের শিল্পীরা। শ্রুতিরঙ্গম,দুর্গাপুর নাটুকে,দুর্গাপুর কয়্যার, কলতান, দুর্গাপুর রম্যবীণা, মনবাউলা,আকাশতরী, সুরপরিষদ,নান্দনিক বচন,সপ্তসুর, সুরশ্রী, কথা ও কাহিনী,নিক্কন, মিউজিক্যাল ফ্রেন্ডস ইত্যাদি উল্লেখযোগ্য সংখ্যক সংস্থার পরিচালক ও সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক প্রণয় রায়, অভিনেত্রী সুরুচি বিশ্বাস,সংগীত শিল্পী দীপঙ্কর মুখার্জী, গোপাল কর্মকার, বাণী চট্টোপাধ্যায়,সোমনাথ ব্যানার্জী,বাচিক শিল্পী কিংশুক গুপ্ত,তবলাশিল্পী সমীর রায়,এ.ডি.ডি.এ. চেয়ারম্যান কবি দত্ত, সমাজসেবী তরুণ রায় সহ আরও অনেকে। অনুষ্ঠানের উপযোগী রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ঋতুকণা ভৌমিক।দুর্গাপুর শিল্পীমহলের সাধারন সম্পাদক উদয়শঙ্কর বিশ্বাস এবং সর্বানী বসু,গোপাল কর্মকার ও অন্যান্য সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি বিশেষ মাত্রায় পৌঁছেছিল।সবশেষে সমবেত কন্ঠে “আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে” পরিবেশিত হয়। সঞ্চালনার দায়িত্ব যথাযথ ভাবে পালন করেন রূপা মুখোপাধ্যায় এবং সুস্মিতা সেনগুপ্ত।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments