সঙ্গীতা চ্যাটার্জী, তারকেশ্বরঃ- রবিবার ৪ঠা আগস্ট, রবিবার ছিলো চিতালগি অমাবস্যা। নালিকুলের সবুজ কালী মায়ের মন্দিরে এই অমাবস্যা উপলক্ষে যজ্ঞানুষ্ঠান হয়। প্রচুর ভক্তদের সমাগম হয়েছিলো এই অনুষ্ঠান উপলক্ষে। সবুজ কালী মায়ের মন্দিরের পুরোহিত পন্ডিত শিবানন্দ পুরী নিজে এই যজ্ঞানুষ্ঠান সম্পন্ন করেন। দূর দূরান্ত থেকে ভক্তরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন।
মন্দিরের আহ্বায়ক দেবজ্যোতি অধিকারী এই প্রসঙ্গে বলেন,“আমরা নিষ্ঠাভরেই সারা বছর জুড়ে মায়ের পুজো করি। মাকে আমরা বাড়ির কন্যা রূপেই দেখি। আজকের এই বিশেষ তিথিতে মায়ের ভক্তরা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে।” সুদূর কলকাতা থেকে আসা এক ভক্ত বলেন, “এখানে যতবার আসি ততবার বুঝতে পারি,মায়ের মহিমা! মায়ের মহিমার টানে আর গুরুবাবার(পন্ডিত শিবানন্দপুরীর)উপদেশ ও বাণী শুনতেই এখানে ছুটে আসা।”